বাংলাদেশের ( Bangladesh ) প্রেক্ষাপটে দেখা যায়, আইনশৃঙ্খলা বাহিনী সন্দেহজনক ভাবে অনেক আটক করে থাকেন। যার ফলে অনেকে হয়রা”নির শিকার হয়ে থাকেন। এ কারনে আইনশৃঙ্খলার বাহিনীর প্রতি সাধারন মানুষ আস্থা হারিয়ে ফেলেন। পররর্তিতে কোন দুর্ঘটনা ঘটলে আইনশৃঙ্খলার বাহিনীর নিকট যান না। এবার তেমন ঘটনা ঘটলো অভিযুক্ত আসামির বদলে অন্য ব্যক্তিকে গ্রেফতার করল আইনশৃঙ্খলার বাহিনী র্যাব।
রংপুরের পীরগাছায় তিন বছরের এক ছোট মেয়ের সঙ্গে খারাপ কাজের অভিযোগে কুষ্টিয়া থেকে গ্রেপ্তার হওয়া ব্যক্তি অভিযুক্ত মসজিদের ইমাম মাহফুজার রহমান ( Imam Mahfuzar Rahman ) নন বলে জানিয়েছে র্যাপিড অ্যাকশন ( Rapid action ) ব্যাটালিয়ন (র্যাব)।
সোমবার রাতে ( night ) র্যাব-১৩ ( Radhab-13 ) এর মিডিয়া সেলের সহকারী পরিচালক ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির ( Mahmoud Bashir ) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রংপুরের মাহিগঞ্জ এলাকায় চাঞ্চল্যকর ৩ বছরের ছোট মেয়ের সঙ্গে খারাপ কাজের মামলার পলাতক আসামি মাহফুজার রহমানকে সন্দেহে ৭২ ঘণ্টার মধ্যে কুষ্টিয়া রেলস্টেশন এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে, সে অভিযুক্ত মাহফুজার রহমান নয়। অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য দুঃখ প্রকাশ করছে র্যাব।
চকলেট খাওয়ার প্রলোভন দেখিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় নিজ ঘরে নিয়ে তিন বছরের এক ছোট মেয়ের সঙ্গে খারাপ কাজ করার অভিযোগ উঠে মাহফুজুর রহমান নামে। এ ব্যাপারে ছোট মেয়েটির মা বাদী হয়ে মামলা করেছেন। র্যাব ১৩ পুলিশের পাশাপাশি ছোট মেয়েটির সঙ্গে খারাপ কাজের ঘটনাটি তদন্ত করছিল।
অভিযুক্ত মাহফুজার রহমান স্থানীয় নাগদাহ কেরামতিয়া মসজিদের ইমাম। সে বিবাহিত, ছয় মাসের একটি ছেলে আছে। মাহফুজার রহমান বিভিন্ন সময়ে বিভিন্ন কওমি ও হাফেজিয়া মাদ্রাসায় শিক্ষকতা করেছেন।
স্থানীয়রা ও ভুক্তভোগী ছোট মেয়েটির পরিবার জানায়, গত বৃহস্পতিবার (০৫ মে) বাড়ির পাশে তিন বছরের মেয়েটি খেলছিল। মফিজুর রহমান মৌলভীর ছেলে মাহফুজার রহমান চকলেট ও খেলনা দেওয়ার সুযোগে নিজের ঘরে নিয়ে ছোট মেয়েটি সঙ্গে খারাপ কাজ করে।
ঘটনার পরদিন মেয়েটির পরিবার বিষয়টি পীরগাছা থানা ও মাহিগঞ্জ থানায় জানায়। পরে মাহিগঞ্জ থানা পুলিশ মেয়েটিকে উদ্ধার করে রমেক হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে নিয়ে যায়। মেয়েটিকে বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছে।
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর আলম বলেন, একজন ইমামের এমন জঘন্য অপরা”ধ গ্রামের সবাইকে হতবা”ক করেছে। অভিযুক্ত মাহফুজারকে দ্রুত আইনের আওতায় না আনায় ক্ষুব্ধ এলাকাবাসী। কোনোভাবেই সে যেন আইনের ফাঁক গলিয়ে পার না পায় তা নিশ্চিত করতে হবে।।
তবে মাহফুজার রহমানের স্ত্রী সাথী বেগম সংবাদ সম্মেলনে দাবি করেন, তার স্বামী নির্দো”ষ ও ষড়য”ন্ত্রের শিকার। এর আগেও তাকে এ ধরনের মিথ্যা মামলায় ফাঁ’/সানো হয়েছে। এবারও তাকে ফাঁ’/সানোর ষড়য”ন্ত্র চলছে। মূলত: জমি ও পারিবারিক বিরোধকে কেন্দ্র করে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করতে খারাপ কাজের অভিযোগ আনা হয়েছে।
তিনি আরও বলেন, মেযেটির সঙ্গে খারাপ কাজের অভিযোগ মিথ্যা। মূলত মামলার বাদী বিউটি আক্তারের স্বামী মফিজুল ইসলামের সঙ্গে একটি জমি বন্ধকীর অর্থ লেনদেনের স্ট্যাম্পে সাক্ষী হওয়া ও পরবর্তীতে সেই বিষয় নিয়ে স্ট্যাম্পের বাদী-বি”বাদীর ঝগড়া হয়। এতে আমার স্বামী মাহফুজার রহমান বিউটির পরিবারের বিরুদ্ধে অবস্থান নেন। এ ঘটনায় ক্ষু”ব্ধ হন মফিজুল ও বিউটি।
প্রসঙ্গত, ছোট মেয়েটির সাথে খারাপ করায় অভিযোগ আটক করা হয় মসজিদের ইমামকে। পরে বিষয়টি তদন্তের পরে জানা যায় যাকে গ্রেফ”তার করা হয়েছে সে মাহফুজার রহমান না। পরে বিষয়টির জন্য দুঃখ প্রকাশ করা আইনশৃঙ্খলা বাহি’নী।
Leave a Reply