বিয়ে বাড়িতে গান-বাজনা অথবা নাচ হলে সেই বিবাহ পড়াবেন না আলেমরা

IPL ের সকল খেলা  লাইভ দেখু'ন এই লিংকে  rtnbd.net/live

উত্তর প্রদেশের বুলন্দশহর জেলার বিশিষ্ট মুসলিম আলেমরা ঘোষণা করেছেন, মুসলিমদের বিয়ের অনুষ্ঠানে গান-বাজনা, নাচ হলে ‘নিকাহ’ পড়াবেন না আলেমরা।এ ব্যাপারে বুলন্দ শহরের কাজি ই-শহর মাওলানা আরিফ কাজমি উলামা ও আলেমদের একটি সভায় ভাষণ দেয়ার সময় বলেন, যদি কন বিবাহের ডিজে থাকে, গান এবন নাচ হয় তবে আমরা নিকাহের আনুষ্ঠানিকতা করব না।

মাওলানা আরিফ কাজমি সাংবাদিকদের বলেন, বিয়েতে গান গাওয়া ও নাচ ইসলামী সংস্কৃতি অংশ নয় এবং এই উপলক্ষে অতিরিক্ত অর্থ ও ব্যয় করা হয়। তিনি বলেন উলামারা মুস্লিম সমাজ কে সামাজিক কুফল থেকে মুক্ত করতে চায় এবং নিশ্চিত করতে চায় যে মেয়েটির পক্ষ থেকে অতিরিক্ত আর্থিক বোঝা বহন করতে বাধ্য করা হবে না।এর আগের ও উত্তরপ্রদেশের দেওবন্দের একজন প্রভাবশালী আলেম বলেছিলেন, ডিজে গানে নাচ করা অযৌক্তিক এবং কাজিরা এই জাতীয় বিবাহ পরিচালনা করবেন না।

বিভিন্ন ইসলামিক আলেম দ্বারা বেশ কয়েকটি ফতোয়া জারি করা হয়েছে যা সংস্কৃতিভাবে বেশ জনপ্রিয়।

Check Also

রমজানের প্রথম রাতে আসমানে যে ঘোষণা দেওয়া হয়

রমজান মাস বরকত ও কল্যাণের মাস। আল্লাহর দয়া ও অনুগ্রহ লাভের মাস। এই মাসে আল …

12 comments

  1. বিশাল ইসলাম

    Right

  2. Right

  3. গান শয়তানের কাজ এটা মুসলিমের কালচার নয়

  4. ঠিক

  5. সুবহানাল্লাহ ! এই কাজটি কার্যকরী করা হোক ৷

  6. হুজুরের গায়ের উপর দিয়ে নাচতে গেছে কেন,,, ভালো হইছে,, এবার বোঝো ঠেলা।।

  7. Asaduzzamankhan Ripon

    বাংলা দেশে ও এ ভাবে চিন্তা করলে ভালো হবে।

  8. আমি একমত

  9. কামাল ফরাজী

    রাইট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *