বিএনপি ও জামায়াতের মদদপৃষ্ট কিছু আলেমদের কারণে হক্কানী আলেমরা সমাজে প্রশ্নবিদ্ধ হচ্ছেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইউনাইটেড ইসলামী পার্টির চেয়ারম্যান মাওলানা মো: ইসমাইল হোসাইন।
এসময় তিনি বলেন বিএনপি ও জামায়াত মদদপৃষ্ট কিছু নামধারী আলেমরা হক্কানি ওলামা মাশায়েখদের সুনাম ক্ষুণ্ণ করেছে। তারা বাংলাদেশের বহু হক্কানি ওলামায়ে কেরাম ও পীর মাশায়েখদের ওয়াজ নসিহত থেকে সাধারণ মানুষকে বঞ্চিত করেছে এবং দেশের বহু মাদ্রাসার ক্ষতি করেছে। কারণ ওই সকল নামধারী বিএনপি-জামায়াত মদদপৃষ্ট আলেমরা যখনই সরকারের বিরুদ্ধে বিষাদগার ও মাহফিলে কোরআন-হাদিসের বয়ান না করে উগ্রভাবে সরকারের বিরুদ্ধে মিথ্যা সমালোচনা এবং দেশে একটি অস্থির পরিস্থিতি সৃষ্টি করার জন্য উস্কানিমূলক বক্তব্য দিয়ে দেশের সাধারন মুসলমানদেরকে খেপিয়ে তোলার চেষ্টা করে, তখনই সরকার বিএনপি জামায়াত মদদপৃষ্ট আলেমদের উস্কানিমূলক বক্তব্য দেওয়ার কারনে কিছু মাহফিল বন্ধ করে দেওয়ার পরিকল্পনা করেছে। তাই আমরা মনে করি ওই সকল মাহফিল বন্ধের দায়দায়িত্ব বিএনপি-জামায়াত মদদপৃষ্ট নামধারী আলেমদের।
শুক্রবার (৩ ডিসেম্বর) সকালে ময়মনসিংহ টাউন হল তারেক স্মৃতি অডিটোরিয়ামে সংগঠনটির বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মাওলানা ইসমাইল আরো বলেন, ইসলাম হলো শান্তিপূর্ণ ধর্ম। এই শান্তিপূর্ণ ধর্মকে যারা প্রশ্নবিদ্ধ করতে চায় তারা হলো ফাসেকের দল। তাই আমরা দেশবাসীকে আহবান করব এই সমস্ত আলেমদের থেকে দূরে থাকতে হবে। আমাদের সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে সকলকে সোচ্চার থাকতে হতে হবে। মহান আল্লাহ তাআলার প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের প্রিয় নবী তাই আমাদের প্রিয় নবীর আদর্শ আমাদের নিজেদের ভিতর স্থাপন করতে হবে এবং এই আদর্শের দাওয়াত যখনই আমরা সমাজে প্রচার করবো এর মাধ্যমে ইসলামের উপকার হবে।
সমাবেশে বাংলাদেশ ইউনাইটেড ইসলামী পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মোঃ হারুনুর রশিদের সভাপতিত্বে বক্তব্য রাখেন, আলহাজ্ব মাওলানা মোঃ মোস্তফা চৌধুরী, হাফেজ মাওলানা মোহাম্মদ মোকাররম হোসাইন, আলহাজ্ব মাওলানা মোঃ আবু হানিফ পীর সাহেব মধুপুর টাঙ্গাইল, আলহাজ্ব হযরত মাওলানা আবুল খায়ের ওয়াহিদি পীর সাহেব চেচুয়াজানি, হাফেজ মোহাম্মদ আরিফুর রহমান, হাফেজ মোহাম্মদ সুলতান মাহমুদ ত্রিশাল প্রমুখ।
Leave a Reply