নীলফামারী সদরে জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে রেখেছে র্যাব। শনিবার (৪ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টায় থেকে র্যাব ওই স্থানে অবস্থান করেতেছে। সাথে পাশাপাশি পুলিশও রয়েছে। র্যাবের লিগ্যাল আ্যন্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, নীলফামারী সদরের মাঝাপাড়া পুটিহারি এলাকারও ওই বাড়িটি আজ ভোররাত থেকেই ঘিরে রাখা হয়েছে। ঘটনাস্থলে র্যাবের পর্যাপ্তসংখ্যক সদস্য উপস্থিত রয়েছে। র্যাব সদর দপ্তর জানিয়েছে, রংপুর থেকে র্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিটের একটি টিম নীলফামারী সদরের ঘটনাস্থলে পৌঁছেছে।
Leave a Reply