কুড়িগ্রামে ছাত্রলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগে এক ভুক্তভোগী নারী সংবাদ সম্মেলন করেছেন। ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা রাকিনুল হক চৌধুরী ছোটনের নেতৃত্বে কুড়িগ্রামের ভুরুঙ্গামারীর সোনাহাটে এক অসহায় নারীর জমি দখলের প্রতিবাদে শনিবার (৪ ডিসেম্বর) দুপুরে কুড়িগ্রাম প্রেস ক্লাবের সৈয়দ শামসুল হক মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
ভুক্তভোগী নারী আনজিনা বেগম লিখিত বক্তব্যে জানান, তার নামীয় ৩৫ শতক জমি কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা ছোটন কেনার কথা বলে দখল করে নিচ্ছেন। থানা পুলিশ, আইন আদালত করেও জোড় পূর্বক জমি দখল প্রতিরোধ করতে পারছেন না তিনি। এ অবস্থায় জমি উদ্ধারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন তিনি।
সংবাদ সম্মেলনে আনজিনা বেগমের স্বামী মিজানুর রহমান মিজু, তার শ্বশুড় বীর মুক্তিযোদ্ধা আলিমুদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মেহের উদ্দিনসহ পরিবারের অন্যান্য সদস্য ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
রাকিনুল হক চৌধুরী ছোটন ভুরুঙ্গামারী উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী খোকনের পুত্র এবং সাবেক ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভনের ছোট ভাই এবং ছাত্রলীগের কেন্দ্রীয় আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক।
Leave a Reply