সংসদ সদস্যকে ‘রাতের এমপি’ বলে হেয় প্রতিপন্ন ও আক্রমণাত্মক মিথ্যা মানহানিকর তথ্য প্রকাশ করার অভিযোগ এনে ময়মনসিংহের নান্দাইলে আওয়ামী লীগের এক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে জিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে।
পুলিশ জানিয়েছে, ছাত্রলীগ নেতা তৌফিকুল ইসলাম মামুন বাদি হয়ে মামলা করার পর অভিযুক্ত ইউপি চেয়ারম্যান এমদাদুল হক ভূইয়াকে গ্রেফতারের চেষ্টা চলছে।বুধবার নান্দাইল থানায় মামলা হলেও শনিবার তা জানাজানি হয়।
জানা যায়, গত ২৩ নভেম্বর বাঁশহাটি এলাকায় চেয়ারম্যান পদে প্রার্থী বাছাই করার জন্য তৃণমূল আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। সেখানে ইউপি চেয়ারম্যান এমদাদুল হক ভূঁইয়া তার বক্তব্যে নান্দাইল আসনের বর্তমান সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খান তুহিকে কটুক্তি করে বলেন, ‘২০১৪ সালের নির্বাচনে অটোপাশ, ২০১৮ সালে নির্বাচনে রাতের ভোটের এমপি ও ২০২৩ সালে উনার …. বাঁশ’। মুহুর্তেই সেই বক্তব্য ফেসবুকে ভাইরাল হয়ে পড়ে। এ ঘটনায় পর থেকে পক্ষে-বিপক্ষে প্রতিবাদ মিছিল ও সংবাদ সম্মেলন করেছে বর্তমান ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যানগন।
মামলার বাদী তৌফিকুল ইসলাম মামুন বলেন, এমদাদুল হক ভূঁইয়া নান্দাইলের সংসদ সদস্য আনোয়ারুল আবেদিন খান তুহিনের বিরুদ্ধে আক্রমণাত্মক মিথ্যা মানহানিকর তথ্য প্রকাশ করে এলাকায় বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করেছেন।শনিবার বিকালে নান্দাইল থানার ওসি মিজানুর রহমান আকন্দ বলেন, ইউপি চেয়ারম্যান এমদাদুল হক ভূইয়ার নামে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা নথিভুক্ত হয়েছে। থানার উপপরিদর্শক রুবেল মিয়াকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে।মামলার তদন্তকারী কর্মকর্তা রুবেল মিয়া বলেন, অভিযুক্ত ইউপি চেয়ারম্যানকে গ্রেফতারের চেষ্টা চলছে।
Leave a Reply