মানিকগঞ্জের সাটুরিয়ায় এক ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতিকে দল থেকে বহিষ্কারের আদেশ দেওয়ার খবর পাওয়া গেছে।শনিবার রাত ১১টার দিকে দলীয় প্যাডে সাটুরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. ফজলুর রহমান ও সাধারণ সম্পাদক মো. আফাজ উদ্দিনের স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। দলীয় ঊর্ধ্বতন নেতাদের সঙ্গে অসৌজন্য আচরণের দায়ে ধানকোড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি পদ থেকে আব্দুল হককে সাময়িক বহিষ্কার করা হয়।
দলীয় সূত্রে জানা গেছে, বাংলাদেশ আওয়ামী লীগ মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলা শাখার এক জরুরি সিদ্ধান্ত মোতাবেক সংগঠনবিরোধী কার্যকলাপ এবং সিনিয়র নেতাদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করায় ধানকোড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি পদ থেকে আব্দুল হককে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আফাজ উদ্দিন বলেন, জরুরি সভায় দলীয় সিদ্ধান্তেই আব্দুল হককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তবে তাকে আগামী ৯০ দিনের মধ্যে কারণ দর্শানোর জন্য বলা হয়েছে। সেটি না হলে তাকে চিরস্থায়ী বহিষ্কার করা হবে বলেও জানান তিনি।
Leave a Reply