পাবনা সদর উপজেলার মালঞ্চ ইউনিয়নে নির্বাচনী প্রচারনা কমিটি গঠন নিয়ে আওয়ামী লীগের দু’গ্রুপের নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন অন্তত ৭ জন।
রোববার (৫ ডিসেম্বর) দুপুরে মালঞ্চ ইউনিয়নের ৮নং ওয়ার্ডে বারাদী প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
সংঘর্ষে আহতরা হলেন, সদর থানা আ.লীগের সহ-সভাপতি আলহাজ্ব আবুল কাশেম, সদস্য আব্দুল রাজ্জাক, মালঞ্চ ইউনিয়নের ৮নং ওয়ার্ড আ.লীগের সভাপতি আসলাম হোসেন, সাধারণ সম্পাদক আমজাদ হোসেন বগা, একতার হোসেন ও ৮নং ওয়ার্ড মেম্বর আসলাম হোসেন।
এর মধ্যে আমজাদ হোসেন বগার চোখের আঘাত গুরুতর হওয়ার কর্তব্যরত ডাক্তার তাকে ঢাকা ন্যাশনাল ইনস্টিটিউশন হাসপাতালে রেফার করেন।
আমজাদ হোসেন বগা ও মেম্বার আসলাম হোসেন জানান, আমরা আসন্ন নিবার্চনে নৌকা প্রচারণা জন্য একটি কমিটি গঠন করছিলাম তখন নজির বাহিনীর ১০/১২ জন ক্যাডার দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে আমার নেতাকর্মীদের উপর হামলা করে।
পাবনা সদর থানা ওসি আমিনুল ইসলাম জানান, এই সংঘর্ষ ঘটনায় এখনো কোন অভিযোগ পাইনি, পেলে আইনী ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply