আওয়ামী লীগের মনোনীত প্রার্থীর বিরুদ্ধে এবার জেএমবি সংশ্লিষ্টতার অভিযোগ পাওয়া গিয়েছে। রাজশাহীর বাগমারার ১৩ নম্বর গোয়ালকান্দি ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আলমগীর সরকারের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে। তৃণমূল নেতাকর্মীদের অভিযোগ, আলমগীর নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির শীর্ষ নেতা সিদ্দিকুল ইসলাম ওরফে বাংলা ভাইয়ের অন্যতম সহযোগী ছিলেন।
আগামী ২ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে রাজশাহীর বাগমারার ১৬টি ইউপিতে চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী ঘোষণা করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। ওই তালিকায় গোয়ালকান্দি ইউনিয়নে আলমগীর সরকার নৌকা প্রতীক পেয়েছেন। এ ঘটনায় স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
আলমগীরের মনোনয়ন বাতিলের দাবিতে ইতিমধ্যে গোয়ালকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এবং সাধারণ সম্পাদকসহ তৃণমূল নেতাকর্মীরা দলীয় সভাপতি ও স্থানীয় সরকার নির্বাচন মনোনয়ন বোর্ড বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।দলীয় সভাপতি ও স্থানীয় সরকার নির্বাচন মনোনয়ন বোর্ড বরাবর লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে, মনোনয়ন পাওয়া আলমগীরের বাড়িতেই ছিল তৎকালীন জেএমবির মিডিয়া সেল। যেখানে জেএমবির প্রধান নেতা শায়খ আবদুর রহমান ও বাংলা ভাই সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করতেন। ওই বাড়িতে একাধিক গোপন বৈঠক হয়েছে জেএমবির শীর্ষ নেতাদের। যার ভিডিওচিত্র বিভিন্ন গণমাধ্যমে অনেকবার প্রকাশিত হয়েছে।
অভিযোগে উল্লেখ করা হয়, গোয়ালকান্দি ইউনিয়নে নৌকার মনোনয়ন পাওয়া আলমগীর সরকার আওয়ামী লীগের সদস্য না এবং দলের কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত নয়। ২০০৪ সালে বাংলা ভাইয়ের অন্যতম সহযোগী হয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর ব্যাপক অত্যাচার ও নির্যাতন করেছেন আলমগীর। ২০০৮ ও ২০১৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিরুদ্ধে ভোট করেছেন। ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে আলমগীর রামরামা কেন্দ্র দখল করে ধানের শীষ প্রতীকে সিল দেওয়ার সময় প্রশাসনের হাতে আটক হয়েছিলেন। এছাড়াও আলমগীরের বিরুদ্ধে হত্যাচেষ্টা, লুটপাট, ভাঙচুরসহ অন্তত ৫টি মামলা এখনো বিচারাধীন।
গোয়ালকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জাহেদুল ইসলাম বলেন, আলমগীরকে মনোনয়ন দেওয়ায় আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তিনি আওয়ামী লীগ নেতাকর্মীদের বিএনপি-জামায়াত জোট সরকারের সময় নির্যাতন করেছেন। এ কারণে তৃণমূলের নেতাকর্মীরা তার মনোনয়ন বাতিলের দাবি জানিয়েছেন।
Leave a Reply