সম্প্রতি প্রতিমন্ত্রী মুরাদ হাসান এর নতুন একটি ভিডিও ভাইরাল হয়েছে। যে ভিডিওতে ভার্চুয়ালি একটি টকশোতে তিনি কথা বলেছেন দেশের বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়া ও তার পুত্র তারেক রহমানসহ তারেক রহমানের কন্যা জায়মা রহমানকে নিয়ে। তিনি শুধু কথাই বললেন নিয, এ দিন তিনি জাইমা রহমানের নামে নানা ধরনের অশ্লীল মন্তব্য করেছেন যা সমাজের দৃষ্টিতে দৃষ্টিকটু। আর এই ভিডিও প্রকাশ হওয়ার পর থেকে তার নামে শুরু হয়েছে নানা ধরনের সমালোচনা। বিশেষ করে অনেকেই তার এই অবমাননাকর বক্তব্য নিয়ে প্রশ্ন তুলেছেন। এ রকমই একটি প্রশ্ন তুলেছেন এই সোশ্যাল মিডিয়ায় ফারুক ওয়াসিফ। পাঠকদের উদ্দেশ্যে তার সেই স্ট্যাটাস তুলে ধরা হলো হুবহু:
তথ্যমন্ত্রী মুরাদ সাহেব আসলে তারেক জিয়াকে গালি দেননি। তাঁর গালির কেন্দ্র দুজন নারী, খালেদা জিয়া ও তাঁর নাতনি। জঘন্য, নোংরা এসব বলে এই মানসিকতাকে বোঝা যাবে না। এটা আরও ভয়াবহ। খালেদা জিয়া যদি একাত্তরে তাঁর স্বামীর সাহসিকতার কারণে পাকিস্তানীদের হাতে নির্যাতিত হয়ে থাকেন।
সে টা তো তাঁর কলঙ্ক হবার কথা না। নাকি এভাবেই একাত্তরের সকল নির্যাতিত নারী মুক্তিযোদ্ধাদের (যাঁদের দেওয়া হয়েছিল যৌনবাদী বীরাঙ্গনা নাম) দেখে থাকেন তাঁরা? একজন মৃত্যুপথযাত্রী মানুষ, যাঁকে অন্যায়ভাবে শাস্তি দেওয়া হচ্ছে বলে মনে করে দেশের অনেকে, তাঁর সম্পর্কে এভাবে কথা বলা যায়? একজন নারীবাদী একে বলেছেন, খালেদা জিয়ার ‘খানকিকরণ’। খালেদা জিয়া যখন থেকে অপ্রতিরোধ্য হয়েছেন, তখন থেকেই তাঁকে ‘বেশ্যা’র ইমেজ দেওয়ার কর্মসূচী জারি রয়েছে। এদের সঙ্গে অধুনা বিলুপ্ত ফতোয়াবাজদের পার্থক্য সামান্য।
বাংলাদেশের মানুষ খালেদা জিয়াকে বারবার ভোট দিয়ে তাঁর ওপর চাপানো কলংক উড়িয়ে দিয়েছে। তিনবার প্রধানমন্ত্রী বানিয়ে বুঝিয়ে দিয়েছে, তারা এইসব প্রগতিশীলদের চাইতে বেশি প্রগতিশীল, বেশি নারীবাদী। একাত্তরে কারো বন্দিদশা মহিমান্বিত হবে, কারোটা নিন্দিত হবে; মুক্তিযু্দ্ধকে এভাবে বিভক্ত করার দায় এইসব চেতনাধারীদেরই নিতে হবে।
হুমায়ূন আহমেদ তাঁর ‘জোছনা ও জননীর গল্প’ উপন্যাসে বঙ্গবন্ধু চরিত্রকে যথাযোগ্য মর্যাদায় এঁকেছেন। খালেদা জিয়ার ঢাকা শহরে পালিয়ে থাকা এবং তাঁর পরিবারের ওপর ভয়ানক নির্যাতনের বিবরণ দিয়েছেন এ উপন্যাসে। হুমায়ূন আহমেদ যে মর্যাদায় খালেদা জিয়াকে দেখেছেন, সেটুকু তাঁর প্রাপ্য।
তবে এটিই প্রথম নয়। এর আগে প্রতিমন্ত্রী মুরাদ বিএনপি বেগম জিয়া এবং তারেক রহমানকে নিয়ে নানা ধরনের সব মন্তব্য করে এসেছেন আলোচনায়। বিশেষ করে তিনি কট্টর বিএনপি বিরোধী। আর এই কারনেই তিনি বিএনপিকে নিয়ে বিষাধাগারে মেতে থাকেন সবসময়।
Leave a Reply