রাজারবাগ পীরের কর্মকাণ্ডের কাউন্টার টেররিজম ইউনিটকে সার্বক্ষণিক নজরদারীর নির্দেশ দিয়েছে আদালত। রাজারবাগ পীরের বিষয়ে সিআইডির প্রতিবদনের আলোকে কোনো ভুক্তভোগী চাইলে মামলা করতে পারবে বলেও আদেশে উল্লেখ করে হাইকোর্ট বিভাগ।রোববার (৫ ডিসেম্বর) আদালতে ২ টি আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির ও এমাদুল হক বশির।হাইকোর্ট বিভাগ রাজারবাগ দরবার শরীফের পীরের বিষয়ে মামলার তদন্তের স্বার্থে সিআইডি, কাউন্টার টেররিজম ও দুদক চাইলে পীরের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিতে পারবে বলে আদেশ দিয়েছে।বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমান সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ আজ এই আদেশ দেন।
রাজারবাগ দরবার শরিফের ‘পীর’ দিল্লুর রহমানসহ তার সঙ্গীদের নামে করা মামলা সংক্রান্ত নথি পাওয়া যাচ্ছে না শোনার পর আজ দ্রুত তা খুঁজে বের করতে নির্দেশ দেয় আদালত। হাইকোর্ট বিভাগের রিট দাখিল সেকশনের সুপারিনটেনডেন্টকে আজ রোববার দুপুর ২টার মধ্যে এসব নথি আদালতে জমা দেয়ারও নির্দেশ দেয়া হয়েছিল। এই নির্দেশ অনুযায়ী আদালতে সে নথি উপস্থাপন করেন সুপারিনটেনডেন্ট।শুনানি শেষে আদালত আজ এ আদেশ দেয়। আদেশের মধ্যে রয়েছে সিআইডি, দুদক, কাউন্টার টেররিজম ইউনিটসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মনে করলে রাজারবাগের পীর ও তার সহযোগী সঙ্গীদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিতে পারবে।
Leave a Reply