“এই মুরাদ, মুরাইদ্দা কৈ থাকে শুওরের বাচ্চা ! তোর বাসা কোথায়? তোর মাথা ভাইঙ্গা আমরা তোরে!! ঢাকার মাটিতে তুই থাকোস! তুই উল্টাপাল্টা কথা বলস আমাদের নেতা সম্পর্কে!” এই মুরাদ ফুরাদ তো একঘণ্টার মদ্ধে ধরে রাস্তা ঘাটে পিটাই দিতে পারি
তথ্য প্রতিমন্ত্রী মুরাদের প্রসঙ্গে এভাবেই ক্ষোভে ফেটে পড়েন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন
বিস্তারিত দেখুন ভিডিও তে
https://fb.watch/9Ju8Nr77V1/
আরও পরুনঃ নায়িকা মাহির সাথে তথ্য প্রতিমন্ত্রীর বক্তব্য ব্যক্তিগত, জানানো হবে প্রধানমন্ত্রীকে: ওবায়দুল কাদের
তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসানের বক্তব্য ব্যক্তিগত, বিষয়টি প্রধানমন্ত্রীকে জানানো হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
সোমবার (৬ ডিসেম্বর) রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে, মহানগর আওয়ামী লীগ ও ঢাকার ২ মেয়র ও কাউন্সিলরদের সাথে বৈঠক শেষে এ কথা জানান তিনি।
এসময় আরও বলেন, বেগম জিয়ার মুক্তি ও চিকিৎসা নিয়ে অপরাজনীতির জন্য বিএনপির কর্মীদের কাছেই জবাবদিহি করতে হবে নেতাদের।
এছাড়া, গণতন্ত্র ও স্বাধীনতার শত্রুরা এখনও তৎপর জানিয়ে, তাদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহবান জানান ওবায়দুল কাদের।
Leave a Reply