সারা দেশের টক অব দ্যা টাউনে এখন পরিনীত হয়েছে জিয়া পরিবারকে নিয়ে করা একটি মন্তব্যে। আর এই মন্তব্যে করেছেন দেশের একজন দায়িত্বশীল প্রতিমন্ত্রী। গেল কয়েকদিন আগে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা: মুরাদ হাসান একটি ভার্চুয়াল টক শো’তে তিনি কথা বলেন পুরো জিয়া পরিবারকে নিয়ে। আর সেই মন্তব্যে নিয়ে এখন সারা দেশে শুরু হয়েছে তুমুল সমালোচনা। এ দিকে এই মন্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছেন জিয়া পরিবার। আর সেই প্রতিক্রিয়া তুলে ধরে একটি স্ট্যাটাস দিয়েছেন দেশের বিশিষ্ট ব্যক্তিত্ব জনাব আসিফ নজরুল।পাঠকদের উদ্দেশ্যে তার সেই লেখনি তুলে ধরা হলো হুবহু:-
অশ্লীলতম বক্তব্যের প্রতিবাদে জিয়া পরিবারের প্রতিক্রিয়ার ভাষা দেখুন। কাদের শিক্ষা, রুচি ও মর্যাদাবোধ কতোটুকু তা এসব বিষয়ে বোঝা যায়।
———————————
বিএনপি ও জিয়া পরিবারের বক্তব্য (Statement from BNP and Zia family)
On 2nd December 2021, Murad Hasan was interviewed by Nahid Rains on subjects that included members of the Zia family. BNP and the Zia family are shocked and disappointed to hear the comments by Murad Hasan, especially regarding Zaima Rahman. There is absolutely no basis to them. His comments contained appalling misogynistic and racist rhetoric to demean her, something which BNP and the Zia family strongly condemn. Mr Hasan’s use of such derogatory language to score political points is distasteful. This is not how a government official, especially a minister, should behave. The Bangladeshi people deserve politicians who hold basic levels of principles and values which do not rely on degrading others in order to lift themselves up. BNP and the Zia family demand that Murad Hasan retract his unsubstantiated, misogynistic and racist statements.
গত ২ ডিসেম্বর, ২০২১ তারিখে জিয়া পরিবার সম্পর্কে প্রতিমন্ত্রী মুরাদ হাসান কে প্রশ্ন করেন নাহিদ রাইন। শহীদ জিয়া ও খালেদা জিয়ার নাতনী সম্পর্কে তার মন্তব্যে জাতি স্তম্ভিত। তার মন্তব্য সম্পূর্ণ ভিত্তিহীন। তার মন্তব্য নারীবিদ্বেষী ও বর্ণবাদী এবং ব্যারিস্টার জাইমা রহমানকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে হেয় করেছে। বিএনপি ও জিয়া পরিবার এই মন্তব্যের তীব্র নিন্দা জানাচ্ছে। রাজনৈতিক পয়েন্ট স্কোর করার জন্য এইরকম ভাষা ও মন-মানসিকতা শিষ্টাচার বহির্ভূত। সরকারের একজন মন্ত্রীর কাছে এমন আচরণ জাতির কাম্য নয়। নিজেদেরকে উপরে উঠাতে গিয়ে অন্যকে নিচু দেখানোর প্রচেষ্টা নিন্দনীয় ও ন্যক্কারজনক। আমরা চাই, মুরাদ হাসান যেন অবিলম্বে তার প্রমাণ হীন, অসত্য ও বর্ণবাদী বক্তব্য প্রত্যাহার করেন।
প্রসঙ্গত, ডা: মুরাদ হাসান সব সময়ই তার নানা ধরনের সমালোচিত বক্তব্যের কারনে থাকেন আলোচনার মধ্যে। বিশেষ করে দেশের বিরোধী দলের নামে তিনি সব সময়ই নানা ধরনের বিষাধাগার করে থাকেন। এবার তারেক কন্যা জাইমাকে নিয়ে তার দেয়া বক্তব্যে নিয়ে সব থেকে বেশি সমালোচনা শুরু হয়েছে। সকলেই এ নিয়ে তার পদত্যাগ দাবি করছেন।
Leave a Reply