রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে জনদৃষ্টি ভিন্ন দিকে নিতেই জিয়া পরিবারের বিরুদ্ধে জঘন্য মিথ্যাচার করছে ক্ষমতাসীনরা। সরকারের নেতৃত্বে অসভ্য, অশালীন ও অমার্জিত রাষ্ট্রে পরিণত হচ্ছে বাংলাদেশ। তথ্য প্রতিমন্ত্রীর বক্তব্যের প্রেক্ষিতে সরকারের অবস্থান পরিষ্কার করে, প্রধানমন্ত্রীকে জবাব দেয়ার দাবি তুলেছেন বিএনপি মহাসচিব।
সোমবার (৬ ডিসেম্বর) দুপুরে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে খালেদা জিয়ার মুক্তির দাবিতে আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। ৬ ডিসেম্বর স্বৈরাচার পতন ও গণতন্ত্র মুক্তি দিবস হিসেবে পালন করে বিএনপি। সেই উপলক্ষেই ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করে ৯০’র ডাকসু ও সর্বদলীয় ছাত্র ঐক্য।
মির্জা ফখরুল জানান, খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থায় বিলম্বের সুযোগ নেই। দ্রুত মুক্তি না দিলে সরকার পতনের আন্দোলন শুরুর হুঁশিয়ারিও দেন তিনি।
সভায় বিএনপি নেতারা বলেন, খালেদা জিয়ার মৃত্যু চেয়ে চেয়ে দেখবে না বিএনপি। সরকার পরিকল্পিতভাবে খালেদাকে হত্যা করতে চায় উল্লেখ করে দলের শীর্ষ নেতাদের প্রতি সরকার পতনের আলটিমেটাম দেয়ার আহ্বান জানান কেউ কেউ।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল আরও বলেন, খালেদা জিয়ার চিকিৎসায় আইন নয়, সরকারই একমাত্র বাধা। গণতন্ত্রের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করা নেত্রী চিকিৎসাহীনভাবে বন্দি অবস্থায় আছেন বলে অভিযোগ করেন তিনি।
আরও পড়ুন: তথ্য প্রতিমন্ত্রীর বিষয়ে যা বললেন ওবায়দুল কাদের
তথ্য প্রতিমন্ত্রীর সাম্প্রতিক বক্তব্যের জবাব দিতে সরকারপ্রধানের প্রতি আহ্বান জানান বিএনপি মহাসচিব। বলেন, নারীদের প্রতি সম্মান ও শ্রদ্ধাবোধ ভূলুণ্ঠিত করে দেয়া বক্তব্যের জন্য ধিক্কৃত মন্ত্রীর বিষয়ে সরকারের অবস্থান পরিষ্কার করতে হবে।
Leave a Reply