পঞ্চম ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করতে উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছেন মো. তোফায়েল আহমেদ।ইউপি চেয়ারম্যান হতে তিনি এ পদত্যাগ করেন।
মঙ্গলবার দুপুরে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বুলবুল আহমেদের মাধ্যমে জেলা প্রশাসক বরাবর পদত্যাগপত্র জমা দেন। তিনি উপজেলা তাঁতী লীগের সভাপতি ও জেলা কৃষক লীগের সদস্য। নৌকা মার্কা প্রতীকও চেয়েছিলেন তিনি।
তোফায়েল আহমেদ বলেন, মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা মানুষের দোরগোড়ায় যেভাবে সহযোগিতা করেন উপজেলার ভাইস চেয়ারম্যান হিসেবে সাধারণ মানুষের পাশে থেকে তা করা সম্ভব নয়। তাই আমি ভাইস চেয়ারম্যান থেকে পদত্যাগ করেছি এবং ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ গ্রহণ করছি। এবারে ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করবেন বলে আশা ব্যক্ত করেন তিনি।
মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বুলবুল আহমেদ পদত্যাগপত্র পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ গ্রহণ করবেন বলে কারণ দেখিয়ে উপজেলা ভাইস চেয়ারম্যান পদ থেকে অব্যহতি চেয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন তোফায়েল আহমেদ। পদত্যাগ পত্রটি জেলা প্রশাসক বরাবর প্রেরণ করা হয়েছে। পরবর্তী পদক্ষেপের জন্য যথাযথ কর্তৃপক্ষের নিকট পঠিয়ে দেওয়া হবে।
Leave a Reply