বাংলাদেশের বাইরে থেকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবের ওয়েবসাইটে প্রবেশ করতে পারছেন না ইন্টারনেট ব্যবহারকারীরা। গতকাল দুপুর থেকে এ সমস্যার সম্মুখীন হচ্ছেন তারা। তবে বিষয়টিকে গুজব বলে উড়িয়ে দিয়েছে সংস্থাটি। গতকাল রাত ৯টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশ থেকে www.rab.gov.bd ওয়েবসাইটি ভিজিট করা গেছে। তবে বিভিন্ন দেশ থেকে ব্যবহারকারীরা জানিয়েছেন তারা ওয়েবসাইটটি ভিজিট করতে পারছেন না। প্রক্সি সার্ভার ব্যবহার করে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। তথ্যপ্রযুক্তিবিদরা বলছেন, গেটওয়েজনিত সমস্যার কারণে সাধারণত ওয়েবসাইটে প্রবেশে বিঘ্ন ঘটতে পারে। ওয়ার্ল্ডওয়াইড ওয়েব নিয়ন্ত্রণ করে যুক্তরাষ্ট্রসহ বিশ্বের প্রভাবশালী রাষ্ট্রগুলো। কোনো ডোমেইন গেটওয়েতে ব্লক হলে তা ব্যবহারকারীরা দেখতে পারে না। তবে র্যাবের ওয়েবসাইটের ক্ষেত্রে কী ঘটেছে তা শুধুমাত্র সংস্থাটির যারা ওয়েবসাইট রক্ষণাবেক্ষণ করেন তারা বলতে পারবেন
র্যাবের আইন ও গণমাধ্যম বিভাগের উপ- পরিচালক মেজর রইসুল আজম মনি বিষয়টিকে গুজব বলে উড়িয়ে দেন। তিনি বলেন, র্যাবের ওয়েবসাইট ঠিক আছে।
Leave a Reply