স্টাফ রিপোর্টার: গাজীপুরের শ্রীপুরে কৃষক কফিল উদ্দিনকে হাতকড়া পরিয়ে গ্রেফতারের ভয় দেখিয়ে সাড়ে ৫ হাজার টাকা হাতিয়ে নেওয়ায়র অভিযোগ উঠেছে পুলিশ সদস্যের বিরুদ্ধে। শ্রীপুর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সাইয়েদুর রহমানের বিরুদ্ধে এই অভিযোগ। অভিযোগকারী কফিল উপজেলার বরমী ইউনিয়নের সোহাদিয়া গ্রামের কৃষক।শনিবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এই ঘটনা ঘটে। কৃষক কফিল অভিযোগ করে বলেন, ‘আমার জমির যাতায়াতের রাস্তা বন্ধ করে চাচাতো ভাই আব্দুল আজিজ ঘর নির্মাণের কাজ শুরু করে। বিষয়টির প্রতিবাদ করায় আজিজ পুলিশের সাহায্য নিয়ে উল্টো থানায় অভিযোগ করে। এরপর শনিবার এএসআই সাইদুর শনিবার তদন্তে আসে।
সে মারধর করে হাতকড়া পরিয়ে আমাকে একটি সিএনজি চালিত অটোরিকশায় তোলে। পরে সাতখামাইর বাজারের কাছে এনে অটোরিকশার ভাড়া বাবদ ৫০০ টাকা এবং অতিরিক্ত ৫ হাজার টাকা রেখে হুমকি দিয়ে ছেড়ে দেয়।’অভিযুক্ত শ্রীপুর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সাইয়েদুর রহমান বলেন, ‘ঘটনার তদন্ত করতে গিয়েছিলেন। টাকা নেওয়ার কোনো ঘটনা ঘটেনি।’কালিয়াকৈর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) আল-মামুন বলেন, ‘এ ধরনের কোনো অভিযোগ আমি পাইনি। যদি এরকম ঘটনা ঘটে তাহলে অভিযোগ পেলে ওই অফিসারের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। সূত্র বাংলা ট্রিবিউন
Leave a Reply