স্টাফ রিপোর্টার: রাজধানীর বাসাবো এলাকায় বালতির পানিতে ডুবে আবদুল্লাহ নামের ১১ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার সকালে বাসাবোর দক্ষিণ মাদারটেক এলাকায় এ ঘটনা ঘটে।
মারা যাওয়া শিশুটি ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার ওবায়দুলের ছেলে। দুই ছেলে ও স্ত্রীকে নিয়ে বাসাবোর দক্ষিণ মাদারটেক এলাকায় ভাড়া থাকেন ওবায়দুল।
শিশুটির চাচা সাজেদুল ইসলাম জানান, সকালে আবদুল্লাহকে বসিয়ে রেখে বাসার কাজ করছিলেন তার মা। তখন সবার চোখ ফাঁকি দিয়ে হামাগুড়ি দিয়ে বাথরুমে ঢুকে যায় আবদুল্লাহ। সেখানে পানিভর্তি বালতিতে ডুবে যায় সে।
পরে তাকে খুঁজতে খুঁজতে বালতিতে ডুবন্ত অবস্থায় দেখতে পেয়ে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে আজ বেলা সাড়ে ১১টার দিকে আবদুল্লাহকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের সহকারী উপপরিদর্শক (এএসআই) আবদুল খান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শিশুটির লাশ ঢামেকের মর্গে রাখা হয়েছে।
Leave a Reply