চীন থেকে ৫০ হাজার ডলারের সুতার বদলে এলো বালু ভর্তি কনটেইনার

IPL ের সকল খেলা  লাইভ দেখু'ন এই লিংকে  rtnbd.net/live

চীন থেকে সোহারা ফ্যাশন লিমিটেডের নামে ৪৯ হাজার ৬৯৭ ডলারের সুতার বদলে বালু ভর্তি কনটেইনার এসেছে চট্টগ্রাম বন্দরে। এর আগেও গত ২৪ জানুয়ারি একই আমদানিকারকের আরেকটি কনটেইনারেও বালু পাওয়া যায়।

আজ সোমবার (৩ ফেব্রুয়ারি) বন্দরের সিসিটি ইয়ার্ডে গোপন সংবাদের ভিত্তিতে পরীক্ষার সময় বালু ভর্তি কনটেইনারটি দেখতে পান কাস্টম হাউস কর্মকর্তারা।

কাস্টম হাউসের অডিট ইনভেস্টিগেশন অ্যান্ড রিসার্চ (এআইআর) শাখার সহকারী কমিশনার নুর এ হাসনা সানজিদা অনুসুয়া জানান, সোহারা ফ্যাশনের নামে চট্টগ্রাম কাস্টম হাউসে দুইটি বিল অব এন্ট্রি দাখিল হয় গত ২২ জানুয়ারি। এক্সিম ব্যাংকের ইনভয়েস ভ্যালু যথাক্রমে ২৫ হাজার ৫০৫ ডলার এবং ২৪ হাজার ১৯২ ডলার। এ প্রতিষ্ঠানের ঘোষণা ছিল পলিয়েস্টার সূতা।

কিন্তু ৪০ ফুট দীর্ঘ কনটেইনারটিতে পাওয়া গেছে বালুর বস্তা। এর আগে একই প্রতিষ্ঠানের আরেকটি কনটেইনারেও বালু পাওয়া গিয়েছিলো।

Check Also

এরদোগানবিরোধী প্রচারণায় ব্রিটিশ গণমাধ্যম ইকোনোমিস্ট

তুরস্কের প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচনের ১০ দিন আগে প্রকাশিত ব্রিটিশ সাপ্তাহিক পত্রিকা ইকোনোমিস্ট কভার পেজসহ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *