মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরার কোনো ফেইসবুক অ্যাকাউন্ট, পেইজ বা গ্রুপ নেই জানিয়ে এ বিষয়ে সতর্ক করেছে মন্ত্রণালয়।
মঙ্গলবার মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিমন্ত্রীর পরিবারের কোনো সদস্য বা মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরার নামে কোনো ফেইসবুক অ্যাকাউন্ট পরিচালনা করা হয় না।
“যদি কোনো ব্যক্তি, সংগঠন বা প্রতিষ্ঠান প্রতিমন্ত্রীর নামে কোনো ফেইসবুক অ্যাকাউন্ট, আইডি, পেইজ বা কোন গ্রুপ পরিচালনা করে তবে দেশে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এদিকে ফেইসবুকে সার্চ দিয়ে দেখা যায় প্রতিমন্ত্রীর নামে একটি অ্যাকাউন্ট ও পেইজ রয়েছে।
Leave a Reply