পোশাক কিনে দেননি স্বামী। তাই মেয়েকে আছড়ে হ’ত্যা করলেন মা। উত্তরপ্রদেশের আলিগড়ে এ ঘটনায় অভিযুক্ত মাকে গ্রে’ফতার করেছে পুলিশ।
আলিগড় থানা পুলিশ জানায়, চার বছর পিঙ্কি শর্মার বিয়ে হয় রাহুলের সঙ্গে। তাদের দুই সন্তান। তিন বছরের ছেলে আর ছয় মাসের মেয়ে। রাহুল পেশায় কারখানার কর্মী। আচমকাই কারখানা লকআউট হয়ে গেলে স্ত্রী-মেয়ে নিয়ে বিপদে পড়ে যান তিনি।
সেই অবস্থা দেখেও দোলের পোশাকের জন্য জেদাজেদি করতে থাকে পিঙ্কি। পোশাক দিতে পারবে না শুনেই মেয়ে বেধড়ক পেটাতে থাকে। এক পর্যায়ে পাথরের ওপর আছাড় মারলে শিশুটি মারা যায়।
তবে পুলিশের কাছে পুরো বিষয়টি ধোঁয়াশা এখনো। তাদের প্রশ্ন, স্ত্রীকে এমন কাজ করতে দেখেও কেন বাধা দিল না স্বামী! পরে রাহুলের লিখিত অভিযোগের ভিত্তিতে পিঙ্কিকে গ্রে’ফতার করে প্রশাসন।
পিঙ্কি পুলিশকে জানায়, রাগের মাথায় তিনি এমন কাজ করেছেন।
প্রতিবেশীদের দাবি, দীর্ঘদিন ধরেই আর্থিক অনটনে ভুগছিল শর্মা পরিবার। নিত্য অশান্তি, ঝগড়া লেগেই থাকত। তারই বহিঃপ্রকাশ এ মর্মান্তিক ঘটনা।
Leave a Reply