প্রাণঘাতী করোনাভাইরাসে কাঁপছে বিশ্ব। ভাইরাসটি থেকে রক্ষা পেতে বিশ্বব্যাপী মাস্ক ব্যবহারের চাহিদা কয়েক গুণ বেড়ে গেছে। এই সুযোগে বেশি লাভের আশায় হাজার হাজার ব্যবহৃত মাস্ক সংগ্রহ করে ফের বিক্রি করার অভিযোগ পাওয়া গেছে থাইল্যান্ডে।
ঘটনার বিস্তারিত সম্পর্কে জানা যায়, থাইল্যান্ডের কিছু শ্রমিক ব্যবহৃত মাস্ক সংগ্রহ করে সেগুলো আয়রন করে ফের বিক্রি করছে। ইতিমধ্যে দেশটির পুলিশ উত্তর ব্যাংককের সারাবুরি অঞ্চলের এক বাড়িতে হানা দিয়েছে।
খবর, সেখানে ৬ জন শ্রমিক ব্যবহৃত মাস্ক সংগ্রহ করে সেগুলো আয়রন করছিল। পরবর্তীতে হাজার হাজার মাস্ক জব্দ করা হয়েছে।
অভিযুক্ত এক শ্রমিক জানায়, ব্যবহৃত এসব মাস্ক তারা অজ্ঞাত এক ব্যবসায়ীর কাছ থেকে সংগ্রহ করেছে। এছাড়া তিনি আরো জানান, তারা প্রতিদিন ৩০০ থেকে ৪০০ ব্যবহৃত মাস্ক আয়রন করে নতুনের মত করে তুলতে পারে।
দেশটির পুলিশ পুরো এই ঘটনার তদন্ত করছে বলে জানিয়েছে।
ইতিমধ্যে করোনা ভাইরাস বিশ্বের ৭৫ টির বেশি দেশে ছড়িয়ে পড়েছে। এতে এখন পর্যন্ত ৩ হাজারের বেশি মানুষ মারা গেছেন। আক্রান্ত হয়েছেন ৯০ হাজার। ডেইলি মেইল।
Leave a Reply