অপহরণ ও ধ’র্ষণের চেষ্টার অভিযোগে যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলামসহ পাঁচজনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের হয়েছে। বুধবার (৪ মার্চ) ঢাকা নারী ও শিশু নি’র্যাতন ট্রাইবুনাল-৩ এর বিচারক জয়শ্রী সমাদ্দারের আদালতে মামলাটি দায়ের করেন এক নারী।
বাকি আসামিরা হলেন যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) ওসমান আলী, মো. সোহেল, মো. মিরাজ আলী, মো. জিহাদ।
নারী ও শিশু নি’র্যাতন ট্রাইবুনাল-৩ এর বিচারক বাদীর জবানবন্দি গ্রহণ করে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন বাদী পক্ষের আইনজীবী জাকির হোসেন হাওলাদার। তিনি বলেন, আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন।
এ ব্যাপারে জানতে চাইলে যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম ধ’র্ষণের মতো কোনও কাজে নিজের সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করেছেন। ভুয়া অভিযোগের মামলা গ্রহণ না করায় ওই নারী তার ওপর ক্ষিপ্ত হয়ে আদালতে এ মামলা করেছেন বলে দাবি করেন ওসি।
পূর্বপশ্চিমবিডি/কেএম
Leave a Reply