ভারতে সংশোধিত ভোটার কার্ডে কুকুরের ছবি

IPL ের সকল খেলা  লাইভ দেখু'ন এই লিংকে  rtnbd.net/live

স্টাফ রিপোর্টার: ভোটার কার্ডে বাবার নাম ভুল ছিল। তাই সেই ভোটার কার্ড সংশোধন করতে সংশ্লিষ্ট দফতরে আবেদন করেছিলেন এক ভারতীয় নাগরিক। বাবার নাম সংশোধন করে কার্ডটি যখন আবার নতুন করে তৈরি করে তার হাতে ফেরত দেয়া হয়, তখন সেখানে সেই ব্যক্তির বাবার নাম ঠিক ছিল, কিন্তু ভোটার কার্ডে নিজের ছবির স্থানে রয়েছে একটি কুকুরের ছবি। কি করে হলো এতো বড় ভুল, ভেবে পাচ্ছেন না কেউ। ঘটনাটি ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গ প্রদেশের মুর্শিদাবাদ জেলায়।

ভোটার কার্ডে বাবার নাম ভুল ছিল। তাই ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার ধুলিয়ানের রামনগরের বেওয়া ২ গ্রাম পঞ্চায়েতের ৪০নং বুথের এক বাসিন্দা তা সংশোধনের আবেদন করেছিলেন।তার পরে যে সংশোধিত ভোটার কার্ডটি তার হাতে এসেছে, তাতে তার বাবার নাম ঠিক হয়েছে। কিন্তু ভোটার কার্ডে তার নিজের ছবির জায়গায় রয়েছে একটি কুকুরের ছবি।

ওই বুথের দায়িত্বপ্রাপ্ত বিএলও বিনয়চন্দ্র রায় বলেন, ‘ওই ব্যক্তি গত ৬ জানুয়ারি ভোটার কার্ড সংশোধনের জন্য ফর্ম জমা দিয়েছিলেন। পরে খসড়া ভোটার তালিকায় ভোটারের ছবির জায়গায় কুকুরের ছবি দেখে আমাকে দ্রুত ভোটারের বাড়ি গিয়ে পাসপোর্ট ছবি আনার নির্দেশ দেয়া হয়। আমি তড়িঘড়ি গিয়ে ছবি এনে জমা দিয়েছিলাম। তা সত্ত্বেও এত বড় ভুল কী করে হল ভেবে পাচ্ছি না।’ সূত্র : আনন্দবাজার

Check Also

এরদোগানবিরোধী প্রচারণায় ব্রিটিশ গণমাধ্যম ইকোনোমিস্ট

তুরস্কের প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচনের ১০ দিন আগে প্রকাশিত ব্রিটিশ সাপ্তাহিক পত্রিকা ইকোনোমিস্ট কভার পেজসহ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *