“বঙ্গবন্ধুকে নিয়ে লেখা যেনতেন বইগুলো পড়লে প্রধানমন্ত্রী কয়েকজনের গালে থাপ্পড় দিতেন”

IPL ের সকল খেলা  লাইভ দেখু'ন এই লিংকে  rtnbd.net/live

সময়ের কণ্ঠস্বর ডেস্কঃ বগুড়ার একটি স্কুলে আয়োজিত অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতির মুখোশ পরে শিক্ষামন্ত্রী দীপু মনিকে স্বাগত জানানোর ঘটনার সমালোচনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল।

বিষয়টি নিয়ে বৃহস্পতিবার দুপুরে নিজের ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়েছেন তিনি।

আসিফ নজরুল বলেন, বঙ্গবন্ধুর মুখোশকাণ্ডের কারণে শিক্ষামন্ত্রীর ওপর চটেছেন প্রধানমন্ত্রী। বঙ্গবন্ধুর ওপর লেখা যেনতেন বইগুলো পড়লে কী করতেন তিনি?

‘আমার ধারণা, অন্তত কয়েকজনের গালে থাপ্পড় দিতে চাইতেন,’ যোগ করেন ঢাবি অধ্যাপক।

প্রসঙ্গত গত ২৯ ফেব্রুয়ারি বগুড়া পুলিশলাইনস স্কুল অ্যান্ড কলেজের নবনির্মিত বঙ্গবন্ধু একাডেমিক ভবনের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

সেখানে বঙ্গবন্ধুর প্রতিকৃতির মুখোশ পরে শিক্ষামন্ত্রীকে স্বাগত জানায় শিক্ষার্থীরা। এই ছবি গণমাধ্যমে প্রকাশের পর এ নিয়ে সমালোচনা শুরু হয়।

ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও ব্যাপকভাবে ছড়িয়ে যায়। যেখানে এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে অনেকেই মন্তব্য করেন।

বিষয়টি মন্ত্রিসভার বৈঠকে অনির্ধারিত আলোচনায় উঠলে প্রধানমন্ত্রী এ ঘটনায় বিরক্তি প্রকাশ করেন।

শিক্ষামন্ত্রীর প্রতি বিরক্তি প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, এটি হওয়া কোনোভাবেই ঠিক হয়নি।

Check Also

এরদোগানবিরোধী প্রচারণায় ব্রিটিশ গণমাধ্যম ইকোনোমিস্ট

তুরস্কের প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচনের ১০ দিন আগে প্রকাশিত ব্রিটিশ সাপ্তাহিক পত্রিকা ইকোনোমিস্ট কভার পেজসহ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *