বোনাসের টাকায় অসহায়দের ইফতার করাচ্ছেন ৪ পুলিশ সদস্য

IPL ের সকল খেলা  লাইভ দেখু'ন এই লিংকে  rtnbd.net/live

কোভিড-১৯ বা করোনাভাইরাস বিস্তারের এই সময়ে অনেক প্রতিষ্ঠানই তাদের কর্মীদের বেতন-বোনাস ঠিকমতো দিতে পারছে না। এছাড়া বেতন-বোনাস যারা এখনও ঠিকমতো পাচ্ছেন, তারা ইতোমধ্যেই ব্যস্ত হয়ে পড়েছেন ঈদের কেনাকাটায়। এরকম এক পরিস্থিতির মধ্যেই অনন্য এক উদাহরণ সৃষ্টি করলেন যশোর পুলিশের মিডিয়া সেলে কর্মরত চার কনস্টেবল।

ঈদ বোনাসের টাকায় ইফতার সামগ্রী তৈরি করে তা পৌঁছে দিচ্ছেন অসহায় মানুষের হাতে হাতে। অফিসের কাজ শেষ হলে ইফতার সামগ্রী কেনাকাটা করে তা শহরের বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে ভাসমান অসহায় মানুষের মাঝে বিতরণ করছেন।

বৃহস্পতিবার থেকে শহরের গরিবশাহ মাজার, দড়াটানা মোড়, চিত্রা মোড়, চৌরাস্তা, মণিহার, রেলগেট, চাঁচড়া, আরবপুর, পালবাড়ি এলাকায় পুলিশের এ চার কনস্টেবলকে ইফতার সামগ্রী বিতরণ করতে দেখা যাচ্ছে।
পুলিশ মিডিয়া সেলে কর্মরত কনস্টেবল সোহেল বলেন, যশোর জেলার পুলিশ সুপার মহোদয় কর্মহীন হয়ে পড়া বিভিন্ন পর্যায়ের মানুষের মাঝে খাদ্য সহায়তা প্রদান করে যাচ্ছেন। তার কার্যক্রম দেখেই আমরা উদ্বুদ্ধ হয়ে অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণের এ উদ্যোগ নিয়েছি।

Check Also

এরদোগানবিরোধী প্রচারণায় ব্রিটিশ গণমাধ্যম ইকোনোমিস্ট

তুরস্কের প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচনের ১০ দিন আগে প্রকাশিত ব্রিটিশ সাপ্তাহিক পত্রিকা ইকোনোমিস্ট কভার পেজসহ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *