চুলকেটে ২ লাখ টাকা টিপস, বিলের কপি ভাইরাল

IPL ের সকল খেলা  লাইভ দেখু'ন এই লিংকে  rtnbd.net/live

প্রাণঘাতী করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ এড়াতে লকডাউনে গিয়েছিল পুরোবিশ্ব। এতে চুল নিয়ে ঝামেলায় পড়ে ঘরবন্দি মানুষ। লকডাউনের পর বন্ধ সেলুন খুলতেই শুরু হয় চুল কাটার লম্বা লাইন। এতে এক সেবাগ্রহীতার কাছ থেকে লাখ টাকা করে আয় করছেন হেয়ার স্টাইলিস্টরা। এদিকে ঘটে গেছে অবাক করা কাণ্ড।

চুলকাটা শেষে হেয়ার স্টাইলিস্টকে দুই লাখ টাকা টিপ দিয়ে বসেন এক সেবাগ্রহীতা। এতেই বোঝা যায়, লকডাউনে চুল নিয়ে কেমন প্যারায় ছিলেন তিনি।

ফক্সনিউজের একটি প্রতিবেদনে জানানো হয়, মার্কিন যুক্তরাষ্ট্রে এক সেবাগ্রহীতা সেলুনে ঢুকে হেয়ার স্টাইলিস্ট ইলিসিয়া নভোটনির কাছে চুল কাটেন।

কাজ শেষে হেয়ার স্টাইলিস্টের হাতে আড়াই হাজার ডলার টিপ ধরিয়ে দেন ওই সেবাগ্রহীতা। যা বাংলাদেশি মুদ্রা হিসাবে দাঁড়ায় দুই লাখ টাকা। এতে ভড়কে যান চুল কেটে দেয়া যুবক ইলিসিয়া। কারণ এতো টাকা টিপ পেয়ে স্বভাবতই অবাক হয়েছেন তিনি। পরে ওই বিলের কপি অনলাইনে ভাইরাল হয়ে পড়ে।

Check Also

এরদোগানবিরোধী প্রচারণায় ব্রিটিশ গণমাধ্যম ইকোনোমিস্ট

তুরস্কের প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচনের ১০ দিন আগে প্রকাশিত ব্রিটিশ সাপ্তাহিক পত্রিকা ইকোনোমিস্ট কভার পেজসহ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *