ইসরাইল সেনাদের বাধা উপেক্ষা করে মসজিদে ইবরাহিমিতে ২ শতাধিক মুসল্লির নামাজ আদায়

IPL ের সকল খেলা  লাইভ দেখু'ন এই লিংকে  rtnbd.net/live

ফিলিস্তিনি ভূখণ্ড পশ্চিম তীরের খলিল (হেব্রন) উপত্যকার মসজিদে ইবরাহিমিতে স্থানীয় সময় আজ শুক্রবার ফজরের নামাজে অন্তত দুই শতাধিক মুসল্লির সমাগম ঘটে।

তুরস্কের রাষ্ট্রীয় বার্তাসংস্থা আনাদুলু জানিয়েছে, ইহুদিদের সন্ত্রাসী রাষ্ট্র ইসরায়েলের সেনা বাহিনীর কঠোর বাধা উপেক্ষা করে মুসল্লিরা নামাজে অংশ নেয়।

গত মঙ্গলবার দীর্ঘ তিন মাস পরে মসজিদে ইবরাহিমি মুসল্লিদের নামাজ আদায়ের জন্য খুলে দেয়া হলেও করোনার প্রাদুর্ভাবের অযুহাতে সেখানে প্রবেশাধিকার সীমিত রেখেছে দখলদার বাহিনী। কিন্তু শুক্রবার তাদের কঠোর বাধা উপেক্ষা করেই অন্তত দুই শতাধিক মুসল্লি পবিত্র এই মসজিদটিতে নামাজ আদায়ের উদ্দেশ্যে আগমন করে।

মসজিদে ইবরাহিমির পরিচালক হিফজি আবু সিনিনাহ ইহুদিদের বাধা সৃষ্টি করার কঠোর নিন্দা জানিয়ে বলেন, দখলদার সেনাবাহিনী ইবরাহিমি মসজিদটি এমনভাবে নিয়ন্ত্রণ করছে যেন এটি ইহুদিদের উপাসনালয়।

ইহুদিরা যেন তাদের কুবাসনা বাস্তবে রূপ দিতে না পারে এজন্য তিনি অধিক পরিমাণে মসজিদে মুসল্লিদের অংশগ্রহণ কামনা করেন।

Check Also

এরদোগানবিরোধী প্রচারণায় ব্রিটিশ গণমাধ্যম ইকোনোমিস্ট

তুরস্কের প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচনের ১০ দিন আগে প্রকাশিত ব্রিটিশ সাপ্তাহিক পত্রিকা ইকোনোমিস্ট কভার পেজসহ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *