গর্ভবতী নারীর শ্লীলতাহানি, মেডিকেল টেকনোলজিস্ট গ্রেপ্তার

IPL ের সকল খেলা  লাইভ দেখু'ন এই লিংকে  rtnbd.net/live

নাটোরের গুরুদাসপুরে এক গৃহবধূকে গর্ভকালীন টিকা দেওয়ার সময় শ্লীলতাহানি করার অভিযোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোলজিস্ট কাজী আবু বক্কার সিদ্দিককে (৪৬) গ্রেপ্তার করেছে পুলিশ।
গৃহবধূর স্বামীর দায়ের করা মামলার প্রেক্ষিতে রোববার রাতে বিশেষ কৌশলে নাটোর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। কাজী আবু বক্কার সিদ্দিক নাটোর জেলা সদরের বাসিন্দা আব্দুল করিমের পুত্র।

জানা যায়, গত বৃহস্পতিবার দুপুরে ওই গৃহবধূর শ্লীলতাহানির ঘটনায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উ’ত্তেজনার সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হাসপাতালের একটি কক্ষে ওই টেকনোলজিস্টকে তালা দিয়ে রাখা হয়। পরে তাকে একজন জনপ্রতিনিধির জিম্মায় দেওয়া হয়।
এদিকে ভুক্তভোগী গৃহবধূর অভিযোগের ভিত্তিতে টেকনোলজিস্ট আবু বক্কার সিদ্দিকের বিরুদ্ধে গঠন করা হয় তদন্ত কমিটি।

শ্লীলতাহানির শিকার গৃহবধূ অভিযোগ করেন, বৃহস্পতিবার দুপুরে স্বামীর সঙ্গে গুরুদাসপুর হাসপাতালে গর্ভকালীন টিকা নিতে যান তিনি। পরে তার স্বামীকে ওই টেকনোলজিস্ট রুম থেকে কৌশলে বের করে দেন। টিকা দেয়ার নামে তার শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেন টেকনোলজিষ্ট বক্কার। এ সময় তাকে কুপ্রস্তাবও দেয়া হয়।
এক পর্যায়ে তিনি চিকিৎসা না নিয়ে কাঁদতে কাঁদতে বেরিয়ে আসেন। পরে বিষয়টি জানাজানি হলে তার স্বামী থানায় লিখিত অভিযোগ ও মামলা দায়ের করেন।

হাসপাতালের চিকিৎসকরা জানান, আবু বক্কার সিদ্দিক প্রায় তিন বছর আগে এই স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল টেকনোলজিস্ট পদে যোগদান করেন। বিভিন্ন সময়ে তার বিরুদ্ধে নারী কেলঙ্কারিসহ নানা অভিযোগ ওঠে। নারী মেডিকেল অফিসারকেও যৌ’ন হয়রানী করেছেন তিনি। সেই বিষয়টি নিয়েও চলছে তদন্ত। তদন্ত শেষ হলেই উর্দ্ধতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হবে।
গুরুদাসপুর থানার ওসি মোজাহারুল ইসলাম বলেন, শ্লীলতাহানির বিষয়ে ভুক্তভোগী ওই নারীর স্বামী থানায় মামলা দায়ের করলে পুলিশ মেডিকেল আবু বক্কারকে গ্রেপ্তার করে। সোমবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে নাটোর জেলা কারাগারে পাঠানো হয়েছে।

Check Also

এরদোগানবিরোধী প্রচারণায় ব্রিটিশ গণমাধ্যম ইকোনোমিস্ট

তুরস্কের প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচনের ১০ দিন আগে প্রকাশিত ব্রিটিশ সাপ্তাহিক পত্রিকা ইকোনোমিস্ট কভার পেজসহ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *