বারুদসহ আনারস খাওয়ানো হলো অন্তঃসত্ত্বা হাতিকে, মুখ ঝলসে মৃত্যু

IPL ের সকল খেলা  লাইভ দেখু'ন এই লিংকে  rtnbd.net/live

উৎসব-অনুষ্ঠানে রাস্তার কুকুর-বিড়ালদের ল্যাজের গোড়ায় পটকা কিংবা শব্দবাজি বেঁধে দিয়ে উল্লাসে মেতে ওঠার ঘটনা প্রায়ই শোনা যায়। অতঃপর ‘পশু নি’র্যাতন’ শব্দটির সঙ্গে ‘মানবজাতি’ খুব একটা অপরিচিত নয় বইকি!এক অন্তঃসত্ত্বা হাতি দলছুট হয়ে ঢুকে পড়েছিল লোকালয়ে।

খাবার খুঁজছিল সে। তখন তাকে শায়েস্তা করতে একটি আনারসে বারুদ ভরে টোপ দেওয়া হয় হাতিটিকে। না বুঝেই হাতিটি ওই আনারস খেতে শুরু করে। তখনই বিকট শব্দে ক্ষত-বিক্ষত হয়ে ঝলসে যায় হাতিটির মুখ। সেখানে মারা যায় অবুঝ হাতিটি।

এই বর্বর ঘটনা ঘটেছে ভারতের কেরালা রাজ্যে। এই ঘটনা প্রাণিদের প্রতি মানুষের নিকৃষ্ট মানসিকতার পরিচয় দিল। কেরালার বন অধিদফতরের এক কর্মকর্তা সামাজিক মাধ্যমে এই ঘটনা প্রকাশ করেছেন।মোহন কৃষাণ নামের ওই কর্মকর্তা লিখেছেন, হাতিটি সবাইকে ভরসা করেছিল। যখন সে আনারসটি খায়, তখনও। সে হয়ত নিজের কথা ভাবেনি, ভাবেনি শরীরের ভেতরে থাকা বাচ্চাটির কথাও।

আর ১৮ থেকে ২০ মাসের মধ্যেই একটি নতুন প্রাণ পৃথিবীতে আনতে চলেছিল সে।মুখের ভিতর বিস্ফোরক ফেটে যাওয়ার পরও হাতিটি কাউকে আঘাত করেনি। রাস্তা দিয়ে ছুটতে ছুটতে হাতিটি একটি নদীর পানিতে মুখ ডুবিয়ে বসে থাকে। পরে সেখানেই তার মৃত্যু হয়। সামাজিক মাধ্যমে এই ঘটনার নিন্দা জানিয়েছেন সবাই।

Check Also

এরদোগানবিরোধী প্রচারণায় ব্রিটিশ গণমাধ্যম ইকোনোমিস্ট

তুরস্কের প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচনের ১০ দিন আগে প্রকাশিত ব্রিটিশ সাপ্তাহিক পত্রিকা ইকোনোমিস্ট কভার পেজসহ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *