মালয়েশিয়ায় করোনার জাল সনদ বিক্রি, ৩ বাংলাদেশি গ্রেফতার

IPL ের সকল খেলা  লাইভ দেখু'ন এই লিংকে  rtnbd.net/live

মালয়েশিয়ায় করোনার জাল সনদ বিক্রির ঘটনায় তিন বাংলাদেশিকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ।
রাজধানীর জালান তেংকাত টোংশিন থেকে ওই তিন বাংলাদেশিকে গ্রেফতার করা হয়। গ্রেফতার তিনজনই বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ করেন বলে জানিয়েছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৫টি মোবাইল ও একটি করোনা জাল সনদ উদ্ধার করে। এই নিয়ে গ্রেফতারের সংখ্যা দাঁড়িয়েছে ৫ জনে।

এর আগে, ৫ জুন কুয়ালালামপুরের জালান আলোর দুটি দোকানে অভিযান চালিয়ে দুই বাংলাদেশিকে গ্রেফতার করে পুলিশ। এসময় উদ্ধার করা হয় তাদের ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র।
১ হাজার টাকার বিনিময়ে বিদেশিদের কাছে করোনা ভাইরাসের জাল নেগিটিভ রিপোর্ট বিক্রি করে প্রথমে পুলিশের কাছে ধরা পড়ে ওই দুই বাংলাদেশি। তবে তদন্তের স্বার্থে পুলিশ তাদের নাম প্রকাশ করেনি।

পুলিশ অভিযান চালিয়ে একটি জাল কোভিড-১৯ স্ক্রিনিং পরীক্ষার রিপোর্ট, একটি ফাঁকা ল্যাবলিঙ্ক মেডিক্যাল ল্যাবরেটরি লেটারহেড এবং ১,৩৩১ মালয় রিংগিত (২৬৫০০টাকা) উদ্ধার করে। এছাড়া পুলিশ দুটি ল্যাপটপ, তিনটি প্রিন্টার, দুটি ল্যামিনেটিং মেশিন এবং কোভিড-১৯ স্ক্রিনিং পরীক্ষার ফলাফলের দুটি শিটসহ বেশ কয়েকটি আইটেম বাজেয়াপ্ত করে।

Check Also

এরদোগানবিরোধী প্রচারণায় ব্রিটিশ গণমাধ্যম ইকোনোমিস্ট

তুরস্কের প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচনের ১০ দিন আগে প্রকাশিত ব্রিটিশ সাপ্তাহিক পত্রিকা ইকোনোমিস্ট কভার পেজসহ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *