ভারতে মদের দোকান বন্ধ, স্যানিটাইজার খেয়ে ১০ জনের মৃত্যু

IPL ের সকল খেলা  লাইভ দেখু'ন এই লিংকে  rtnbd.net/live

মদ বা অ্যালকোহলের প্রতি অতিরিক্ত আসক্তিই এর পেছনের কারণ হিসেবে কাজ করেছে বলে মনে করছে দেশটির স্থানীয় পুলিশ

ভারতের অন্ধ্রপ্রদেশে স্যানিটাইজার পান করে ১০জন মারা গিয়েছে। দেশটিতে যখন প্রতিদিন করোনাভাইরাসের সংক্রমণের কারণে নতুন নতুন রেকর্ড সৃষ্টি হচ্ছে, তখনই এমন একটি ঘটনা ঘটলো।

শুক্রবার (৩১ জুলাই) প্রদেশটির কুরিছেদু নামে একটি শহরে এ ঘটনা ঘটে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

সিদ্ধার্থ কৌশল নামে শহরটির এক পুলিশ কর্মকর্তার বরাতে প্রতিবেদনটিতে বলা হয়েছে, মদ বা অ্যালকোহলের প্রতি অতিরিক্ত আসক্তিই এর পেছনের কারণ হিসেবে কাজ করেছে। লকডাউনের ফলে অ্যালকোহল জাতীয় পদার্থের অপর্যাপ্ততাকে কারণ হিসেবে মনে করছেন জানিয়ে তিনি বলেন, “লকডাউনে অ্যালকোহল জাতীয় পদার্থ পর্যাপ্ত পরিমাণে না থাকায় এবং স্যানিটাইজার সহজলভ্য হওয়ায় এ ঘটনাটি ঘটেছে।”

তিনি আরও বলেন, “স্যানিটাইজার খেয়ে হাসপাতালে ভর্তি হওয়া অনেকেই সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ।” তবে মারা গেছেন এরকম কয়েকজনের অন্যান্য বেশকিছু শারীরিক জটিলতা ছিল।”

বর্তমানে করোনাভাইরাসের কারণে বিপর্যস্ত অর্থনীতিকে সচল রাখতে অন্ধ্রপ্রদেশসহ দেশটির বেশ কয়েকটি প্রদেশে মদের দোকান খুলে দেওয়া হলেও, কুরিছেদু শহরটিতে এখনও অত্যন্ত কঠোরভাবে লকডাউন পালন করা হচ্ছে।

Check Also

এরদোগানবিরোধী প্রচারণায় ব্রিটিশ গণমাধ্যম ইকোনোমিস্ট

তুরস্কের প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচনের ১০ দিন আগে প্রকাশিত ব্রিটিশ সাপ্তাহিক পত্রিকা ইকোনোমিস্ট কভার পেজসহ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *