করাচিতে জামায়াতে ইসলামির সমাবেশে গ্রেনেড হামলা, আহত ৪০

IPL ের সকল খেলা  লাইভ দেখু'ন এই লিংকে  rtnbd.net/live

করাচিতে বুধবার রাত পাকিস্তান জামায়াতে ইসলামির সমাবেশে গ্রেনেড হামলায় অন্তত ৩৯ জন আহত হয়েছে। কর্মকর্তারা এ খবর জানিয়েছেন।

জামায়াতে ইসলামির মুখপাত্র জানান, গুলশান-ই-ইকবাল এলাকায় সমাবেশের অংশ হিসেবে থাকা একটি প্রধান ট্রাকের কাছে বিস্ফোরণটি ঘটে।

আহতদের মধ্যে একজনের অবস্থা সঙ্কটজনক বলে জানানো হয়েছে। এখন পর্যন্ত কেউ মারা যায়নি।
সিন্ধু স্বাস্থ্য মন্ত্রণালয়ের মিডিয়া সমন্বয়কারী মিরান ইউসুফ এ তথ্য জানিয়েছেন।
তিনি জানিয়েছেন, আহতদের নগরীর বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিনি বলেন, আহতদের বেশির ভাগই সামান্য ক্ষতির মুখে পড়েছেন।

পুলিশের ইস্ট সিনিয়র সুপারিনডেনটেন্ড সাজিদ সাদোজাই বলেন, মোটরসাইকেলে করে দুই অপরিচিত লোক সমাবেশে একটি আরজিডি-১ গ্রেনেড নিক্ষেপ করেই পালিয়ে যায়।
সেখানে বোমা পুঁতে রাখা হয়েছিল বলে যে অভিযোগ উত্থাপিত হয়েছে, তিনি তা নাকচ করে দেন।

তিনি বলেন, বিস্ফোরণটি ঘটে বাইতুল মোকাররম মসজিদের কাছে। বিস্ফোরণের পর সেখানে থাকা গাড়িগুলোর জানালা ভেঙে যায়। বিস্ফোরণের পরপরই বিপুলসংখ্যক পুলিশ ঘটনাস্থলে যায়।

সামাজিক মাধ্যমে হামলার দায় স্বীকার করেছে নিষিদ্ধঘোষিত সিন্ধুদেশ রেভুলশনারি আর্মি (এসআরএ)।

ভারত-অধিকৃত কাশ্মিরের বিশেষ মর্যাদা বাতিলের বর্ষপূর্তি উপলক্ষে এই সমবেশ আয়োজন করা হয়েছিল।

এক টুইট বার্তায় জামায়াতের প্রধান সিরাজুল হক বোমা হামলাকে কাপুরুষোচিত কাজ হিসেবে অভিহিত করেছেন

Check Also

এরদোগানবিরোধী প্রচারণায় ব্রিটিশ গণমাধ্যম ইকোনোমিস্ট

তুরস্কের প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচনের ১০ দিন আগে প্রকাশিত ব্রিটিশ সাপ্তাহিক পত্রিকা ইকোনোমিস্ট কভার পেজসহ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *