তুরাগ নদীতে ডাকাত সর্দার টেক্কা আটক

IPL ের সকল খেলা  লাইভ দেখু'ন এই লিংকে  rtnbd.net/live

সাভারের আমিনবাজারের তুরাগ নদী থেকে নৌ পথের কুখ্যাত ডাকাত সর্দার মুজিবুর রহমান টেক্কা (৪২) কে আটক করেছে পুলিশ। শনিবার ভোররাতে তুরাগ নদীর ডিপনগর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। সে বরগুনা জেলার তালতলী থানার গাববাড়ীয়া গ্রামের মুনসুর আলী আকন্দের ছেলে। এসময় ডাকাতি কাছে ব্যবহৃত একটি ইঞ্জিন চালিত ট্রলার ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

সাভারের আমিনবাজার নৌ পুলিশের পরিদর্শক শেখ আলমগীর হোসেন বিকালে গণমাধ্যম কর্মীদের জানান, শনিবার ভোর রাতে ডাকাত সর্দার মুজিবুর রহমান টেক্কাসহ ১৪/১৫ সদস্যের একদল ডাকাত তুরাগ নদীতে বালু ও সিমেন্ট বোঝাই বিভিন্ন নৌযানে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এমন খবরের ভিক্তিতে গোপনে তুরাগ নদীর ডিপনগর এলাকায় অভিযান চালায় পুলিশ।

নৌ পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দল তাদের ট্রালারের গতি বাড়িয়ে দেয়। প্রায় এক ঘন্টা ধাওয়া করেও যখন ডাকাত দলকে ধরা যাচ্ছিল না তখন পুলিশ ফাঁকা গুলি ছুড়ে। এতে ভয়ে ডাকাতরা নদীতে লাফিয়ে পড়ে পালানোর চেষ্টা করে। পুলিশ সদস্যরা জীবনের ঝুকি নিয়ে নদীতে লাফিয়ে পড়ে টেক্কাকে আটক করতে সক্ষম হয়। তবে ডাকাত দলের অন্য সদস্যরা নদীতে লাফ দিয়ে পালিয়ে যায়।

নৌ পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার আবুল কালাম আজাদ জানান, ডাকাত দলের ব্যবহৃত নৌযানটি জব্দ ও ডাকাতির কাজে ব্যবহৃত রামদা, চাপাতি ও ছুরিসহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। আটক নৌ ডাকাত সর্দার মুজিবুর রহমান টেক্কার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তার বিরুদ্ধে সাভার মডেল থানায় মামলা দায়ের করে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়া ডাকাত দলের অন্য সদস্যদের আটকের চেষ্টা চলছে বলে তিনি নিশ্চিত করেন। সম্পাদনা: সাদেক আলী

Check Also

এরদোগানবিরোধী প্রচারণায় ব্রিটিশ গণমাধ্যম ইকোনোমিস্ট

তুরস্কের প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচনের ১০ দিন আগে প্রকাশিত ব্রিটিশ সাপ্তাহিক পত্রিকা ইকোনোমিস্ট কভার পেজসহ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *