ইসরাইলের ড্রোন ভূপাতিত করল হেজবুল্লাহ

IPL ের সকল খেলা  লাইভ দেখু'ন এই লিংকে  rtnbd.net/live

ইসরাইলি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে লেবাননের সশস্ত্র সংগঠন হেজবুল্লাহ। সংগঠনটির সা’মরিক শাখা শনিবার এ দাবি জানিয়েছে। হেজবুল্লাহ পরিচালিত আল-মানার টিভি চ্যানেলে জানানো হয়, লেবাননের দক্ষিণাঞ্চলীয় আয়তা আশ-শাব নামক স্থানে ইসরাইলি ড্রোন গুলি করে ভূপাতিত করা হয়েছে। এ খবর দিয়েছে মিডল ইস্ট মনিটর।

ঘটনাস্থল আয়তা আশ-শাব ইসরাইলের ইশতুলা শহরের কাছেই। এটি ইসরাইলের উত্তরাঞ্চলে লেবানন সীমান্তে অবস্থিত। এদিকে, ড্রোন হারানোর বিষয়টি নিশ্চিত করেছে ইসরাইলও। যদিও দেশটি বলছে, লেবাননের ভূখণ্ডে তাদের ড্রোন হারিয়ে গেছে এবং পরবর্তিতে হেজবুল্লাহর ‘সন্ত্রাসীরা’ এটি আটক করেছে।

কিন্তু হেজবুল্লাহ গুলি করে ড্রোন ভূপাতিত করেছে কিনা তা নিশ্চিত করা হয়নি। ইসরাইল জানিয়েছে, ড্রোন থেকে কোনো ধরণের তথ্য খুঁজে পাওয়ার ঝুঁকি নেই। এ নিয়ে তারা উদ্বিগ্ন নয়।

Check Also

এরদোগানবিরোধী প্রচারণায় ব্রিটিশ গণমাধ্যম ইকোনোমিস্ট

তুরস্কের প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচনের ১০ দিন আগে প্রকাশিত ব্রিটিশ সাপ্তাহিক পত্রিকা ইকোনোমিস্ট কভার পেজসহ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *