১৫ বছর আগে মৃত ব্যক্তির নামে মামলা, পরোয়ানা জারি!

IPL ের সকল খেলা  লাইভ দেখু'ন এই লিংকে  rtnbd.net/live

আফসার আলী বিশ্বাস। মারা গেছেন প্রায় ১৫ বছর আগে। অথচ ১৫ বছর পর এসে মৃত আফসার আলী বিশ্বাসের নামে মা’মলা করেছেন এক নারী। ঘটনাটি ঘটেছে ঝিনাইদহের বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালত কালীগঞ্জে।

মা’মলার বিবরণে জানা যায়, জমিসংক্রান্ত বিরোধের জের ধরে গত ৭ জুলাই ঝিনাইদহ আদালতে মা’মলাটি করেন কালীগঞ্জ উপজেলার বাদুরগাছা গ্রামের আনোয়ারা বেগম নামের এক নারী। এ মা’মলায় ৬ জনকে আসা’মি করা হয়। আসা’মিরা হলেন- বাদুরগাছা গ্রামের আক্কাজ বিশ্বাসের ছেলে ঠান্ডু মিয়া, মাসুম, সানদিজার বিশ্বাসের ছেলে লিটন মিয়া, আফসার আলীর ছেলে জিল্লুর রহমান, হায়দার আলীর ছেলে তরিকুল ইসলাম এবং মৃত রজব আলীর ছেলে মৃত আফসার আলী বিশ্বাস।
ঝিনাইদহের আমলি আদালত কালীগঞ্জ সব আসা’মিকে সমন জারি করেন। ধার্য তারিখে আসা’মিরা উপস্থিত না হওয়ায় ২০ আগস্ট আসা’মিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।

রোববার দুপুরে ওই মা’মলার আসা’মিরা ঝিনাইদহ আদালতে সশরীরে হাজির হয়ে জামিন প্রার্থনা করেন। মা’মলার দীর্ঘ শুনানিতে ৫ জন আসা’মি হাজির হলেও একজন আসা’মি উপস্থিত ছিলেন না। জনাকীর্ণ আদালতে আমলি আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. কামরুজ্জামান অনুপস্থিত আসা’মিকে তলব করেন।

এ সময় আসা’মিপক্ষের আইনজীবী ঝিনাইদহ আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক শেখ আবদুল্লাহ মিন্টু আদালতকে জানান, গত ১৫ বছর আগে এই মা’মলার ৫নং আসা’মি আফসার আলী বিশ্বাস মারা গেছেন।
শুনানিতে ঘটনার বিবরণ শুনে আদালতে উপস্থিত মা’মলার বাদী আনোয়ারা বেগমকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. কামরুজ্জামান জিজ্ঞাসা করলে বাদীপক্ষের আইনজীবী জানান, মা’মলার টাইপে ভুলবশত আফসার আলীর নাম লিপিবদ্ধ হয়ে গেছে।

এ বিষয়ে মা’মলার বাদী আনোয়ারা বেগমের কাছে জানতে চাইলে তিনি জানান, আমি লেখাপড়া জানি না; কী লিখেছে আমি সেটা বুঝিনি।

এ বিষয়ে ঝিনাইদহ আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক জাকারিয়া মিলন জানান, বাদীপক্ষ যে মা’মলা করেছে তা আইনগত ভুল। আদালত এ বিষয়ে মৃত ব্যক্তির ব্যাপারে অবহিত না হওয়ায় গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। আদালত দুইভাবে অবহিত হতে পারে। একটি হচ্ছে আসা’মি পক্ষের মাধ্যমে অন্যটি থানার মাধ্যমে। থানা তদন্ত করে আসা’মি মৃত পেলে এ মা’মলা থেকে অব্যাহতি পাওয়ার সুযোগ পাবে।

Check Also

এরদোগানবিরোধী প্রচারণায় ব্রিটিশ গণমাধ্যম ইকোনোমিস্ট

তুরস্কের প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচনের ১০ দিন আগে প্রকাশিত ব্রিটিশ সাপ্তাহিক পত্রিকা ইকোনোমিস্ট কভার পেজসহ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *