বকেয়া না দিয়ে পাটকলের শ্রমিকদের প্রতারিত করছে সরকার : রিজভী

IPL ের সকল খেলা  লাইভ দেখু'ন এই লিংকে  rtnbd.net/live

রাষ্ট্রায়াত্ব ২৫টি বন্ধ পাটকলের শ্রমিকের বকেয়া পরিশোধ না করে সরকার তাদেরকে প্রতারিত করছে বলে অভিযোগ করেছে বিএনপি। আজ সোমবার দুপুরে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী এই অভিযোগ করেন।

তিনি বলেন, ‘পাটকল শ্রমিকদের গোল্ডেন হ্যান্ডশেকের কথা বলা হলেও তাদের প্রাপ্য টাকা এখনো দেয়া হয়নি। সরকারের পক্ষ থেকে নানা ধরনের আশ্বাস দেয়া হলেও কোনোটাই পূরণ করা হয়নি। বরং শ্রমিকরা প্রতারিত হয়েছে বলে মনে করে, তাদের প্রতারিত করা হচ্ছে।’

রিজভী বলেন, ‘বর্তমান গণবিরোধী সরকারের অত্যাচারের আরেকটি নমুনা সরকারি ২৫টা পাটকল বন্ধ করে দেয়া। পাটকল শ্রমিকরা এখন রিকশা চালায়, নৌকা বাইছে। বর্তমান করোনার সময়ে তারা মানবেতর জীবন-যাপন করছে। আনাচার-অবিচারের ওপর প্রতিষ্ঠিত সরকার কখনোই কৃষক-শ্রমিক মেহনতি মানুষের স্বার্থকে গুরুত্ব দেবে না। বরং তাদের রক্ত চুষে সমাজে সমরাট, খালেদ, বরকত ও শামীম তৈরি করবে। পাঁচার হবে হাজার হাজার কোটি টাকা।’

বিভিন্ন ক্ষেত্রে সরকারের চরম ব্যর্থতা তুলে ধরে তিনি বলেন, ‘দেশের অর্থনীতি অধোগতি, করোনা মোকাবিলায় ব্যর্থতা, হাসপাতালে করোনা রোগীর চিকিৎসা না থাকা, আইসিইউর অভাব, নমুনা পরীক্ষার দীর্ঘ সূত্রতা, ফল পাওয়ার আগেই রোগীর মৃত্যুসহ স্বাস্থ্যব্যস্থার বিপর্যয়, মৃত্যু ও রোগাক্রান্তের সংখ্যা বৃদ্ধি, ধ্বংসপ্রাপ্ত শিক্ষা, মানুষের জীবনের নিরাপত্ত্বাহীনতা, কর্মসংস্থানের অভাব, লক্ষ-লক্ষ বেকার, দুর্নীতি, টাকা পাচার, ভৌতিক বিদ্যুৎ বিল, গ্যাস, সুপেয় বিশুদ্ধ পানির অভাব ও মুল্যবৃদ্ধি, আইন ও বিচার বিভাগকে হস্তগত করা, ক্যাসিনো, ভয়ঙ্কর সামাজিক অবক্ষয়, নারী-শিশু নির্যাতন ও ক্রসফায়ারের জন্য এক মনুষত্যহীন বর্বও চেহারা ফুটে উঠেছে বাংলাদেশের।’

রুহুল কবির রিজভী বলেন, ‘এই সব নৈরাজ্য ঢাকতেই ১৫ আগস্ট ও ২১ আগস্ট নিয়ে মহান স্বাধীনতার ঘোষক শহীদ জিয়া ও গণতন্ত্র পূনরুদ্ধারের অবিসংবাদিত নেত্রী, খালেদা জিয়া এবং নির্যাতিত তারেক রহমানের বিরুদ্ধে আওয়ামী মন্ত্রীরা ধৃষ্টতাপূর্ণ অবাস্তব গালগল্প ক্রমাগত বর্ণনা করে যাচ্ছে। একাত্তরের ১৫ আগস্ট মর্মান্তিক হ'ত্যাকাণ্ডের খলনায়করা প্রধানমন্ত্রীর সাথেই এখনও রয়েছেন। কোন অজানা রহস্যজণক কারণে প্রধানমন্ত্রী তাদের কথা বলেন না।

১৫ আগস্টের রক্তাক্ত ঘটনার সাথে সাথেই যারা কেবিনেট এবং সংসদ সদস্য থাকলেন তারা শেখ মজিবুর রহমানের কেবিনেট ও পার্লামেন্টে ছিলেন। এটি নতুন করে বলার আর প্রয়োজন নেই যে, আওয়ামী লীগের নেতারাই রক্তাক্ত লাশ ডিঙ্গিয়ে নতুন করে শপথের মাধ্যমে মন্ত্রি সভা গঠন করে খন্দকার মুশতাকের নেতৃত্বে। খন্দকার মুশতাকের মন্ত্রিসভার শপথ পরিচালনা করেছেন বর্তমান প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম।’

জিয়াউর রহমান সম্পর্কে প্রধানমন্ত্রীর বক্তব্যের জবাবে তিনি বলেন, `জিয়াউর রহমান সরকারি চাকরি করতেন এইট টি ইমামের মতোই। সেনাবাহিনী সরকারের একটি বিভাগ। তিনি ছিলেন সেনাবাহিনীর দ্বিতীয় ব্যক্তি, প্রথম ব্যক্তি নন। যিনি তৎকালীন সময়ে সেনাবাহিনীর প্রধান ছিলেন তার কোন দায় নেই, দায় নাকি জিয়াউর রহমানের! ততকালীন সেনা প্রধান শফিউল্লাহর হাতেই ছিল সমগ্র সেনাবাহিনীর কমান্ড। অথচ আওয়ামী লীগের এমপি হওয়ার কারণে তিনি অভিযুক্ত নন।’

২০০৪ সালের ২১ আগস্টের ঘটনার প্রসঙ্গ টেনে রিজভী প্রশ্ন রাখেন– ‘২১ আগস্টে বোমা হামলার পূর্বাপর ঘটনা পরম্পরাতে তা সুস্পষ্ট। অসংখ্য উদাহরণের মধ্যে একটি উদাহরণ হচ্ছে, মুক্তাঙ্গন থেকে আওয়ামী কার্যালয়ে কেন তারা সভা স্থানান্তর করেছিলেন সেই রহস্য সম্পর্কে তারা নির্বাক থাকেন।’

রুহুল কবির রিজভী বলেন, ‘১৯৭২ সাল থেকে বাম নেতা মুক্তিযোদ্ধা সিরাজ শিকদারসহ জাসদ ও বাম সংগঠনের হাজার হাজার নেতা-কর্মীদের বিচারবর্হিভুত হ'ত্যাকাণ্ডের মাধ্যমে আওয়ামী লীগের হ'ত্যার রাজনীতি শুরু করার ইতিহাসও তুলে ধরেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব।

গত ১২ বছরেও দুঃশাসনের সীমাহীন লুটপাট-টাকা পাঁচার-ব্যাংক লুটপাটের পাশাপাশি বিচারবর্হিভুত হ'ত্যা ও গুমের সমর্থক শব্দ হয়েছে আওয়ামী লীগ। বেপরোয় ‍দুর্নীতি তাদের অলিখিত দলীয় ইশতেহার। গণতন্ত্রকে কবরের মধ্যে ঢুকিয়ে জনগনকে বশ মানাতে রক্তাক্ত বল প্রয়োগের জন্য হুকুম প্রতিনিয়ত উচ্চারিত হয় আওয়ামী লীগের মন্ত্রীদে মুখ থেকে।’

Check Also

এরদোগানবিরোধী প্রচারণায় ব্রিটিশ গণমাধ্যম ইকোনোমিস্ট

তুরস্কের প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচনের ১০ দিন আগে প্রকাশিত ব্রিটিশ সাপ্তাহিক পত্রিকা ইকোনোমিস্ট কভার পেজসহ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *