প্রধানমন্ত্রীর মানবিকতায় মুক্ত হয়েছেন খালেদা জিয়া : হানিফ

IPL ের সকল খেলা  লাইভ দেখু'ন এই লিংকে  rtnbd.net/live

প্রধানমন্ত্রীর মানবিকতায় মুক্ত হয়েছেন খালেদা জিয়া : হানিফ
২২ সেপ্টেম্বর, ২০২০, ১৭:৫০
আপডেট: ২২ সেপ্টেম্বর, ২০২০, ১৭:৫০

কুষ্টিয়ার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভায় যোগ দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, ‘খালেদা জিয়া কোনো আইনি প্রক্রিয়ায় মুক্ত হননি বরং প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাহী ক্ষমতাবলে মানবতার কারণে খালেদা জিয়াকে মুক্ত করেছেন। এরপরও বিএনপি নেতারা দোষারোপ করেন।’

কুষ্টিয়ার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে হাসপাতালটির ব্যবস্থাপনা কমিটির সভায় যোগ দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন হানিফ।

এ সময় হানিফ আরো বলেন, ‘তাঁদের (বিএনপি নেতাদের) উচিত ছিল, প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা। সেটা না করে বিএনপি নেতারা যে সরকারের বিরুদ্ধে নতুন করে বিষোদগার করছেন, এটা তাঁদের নোংরা রাজনীতির বহিঃপ্রকাশ ছাড়া আর কিছুই নয়।’

আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘জাতির জন্য খুবই দুর্ভাগ্যজনক যে, বিএনপির মতো একটি বড় দলের শীর্ষ পর্যায়ের নেতারা নির্লজ্জ মিথ্যাচার করে, তাঁদের দলের নেত্রীর চিকিৎসা নিয়ে রাজনীতি করে, নোংরামি করে। এটা আসলেই হতাশাজনক।’

সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ, জেলা প্রশাসক আসলাম হোসেন, পুলিশ সুপার এস এম তানভীর আরাফাত, কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. নূরুন-নাহার বেগম, জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী প্রমুখ।

Check Also

এরদোগানবিরোধী প্রচারণায় ব্রিটিশ গণমাধ্যম ইকোনোমিস্ট

তুরস্কের প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচনের ১০ দিন আগে প্রকাশিত ব্রিটিশ সাপ্তাহিক পত্রিকা ইকোনোমিস্ট কভার পেজসহ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *