প্রবাসীদের ফিরে যেতে যত ফ্লাইট লাগবে সবকটির অনুমোদন দেওয়া হবে : বেবিচক চেয়ারম্যান

IPL ের সকল খেলা  লাইভ দেখু'ন এই লিংকে  rtnbd.net/live

প্রবাসীদের ফিরে যেতে যত ফ্লাইট লাগবে সবকটির অনুমোদন দেওয়া হবে: বেবিচক চেয়ারম্যান

লাইজুল ইসলাম: হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গণশুনানিতে তিনি বলেন, বাংলাদেশিদের ফিরে যেতে সাউদিয়া যে কয়টা ফ্লাইটের অনুমোদন চাইবে, আমরা দেবো। আমরা জানতে পেরেছি, যাদের আকামার মেয়াদ আছে তারা যেতে পারবেন। শুধু ভিজিট ভিসা ও ওমরা ভিসায় যাওয়া যাবে না।

বেসা’মরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান জানান, দুই সপ্তাহ আগে সৌদি এরাবিয়ান এয়ারলাইন্স আমাদের কাছে অনুমোদন চায়, আমরা অনুমতি দিয়েছি। শর্ত ছিলো তারা আমাদের অনুমতি দিবে। কিন্তা তা দেয়নি। শুধু চাটার্ড ফ্লাইটের অনুমোদন দিয়েছে।

সাউদিয়াকে দেয়া অনুমোদন বাতিলের কথা উঠেছিলো কিন্তু আমরা বাংলাদেশী প্রবাসী ভাইদের কথা চিন্তা করে তা করিনি। সাউদিয়া ও বিমান উভয়ে যাতে চলাচল করতে পারে সে বিষয়ে কথা বলি।

বেবিচক চেয়ারমান বলেন, আমরা সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূতের সঙ্গে কথা বলেছি। জানা গেছে তারা এখনও ল্যান্ডিংয়ের অনুমতি পায়নি। তবে আমাদের বিমান যেন যেতে পারে, সেই চেষ্টা আমরা করছি। আমরা চাই সৌদি আরব থেকেও ফ্লাইট শুরু হোক।

Check Also

এরদোগানবিরোধী প্রচারণায় ব্রিটিশ গণমাধ্যম ইকোনোমিস্ট

তুরস্কের প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচনের ১০ দিন আগে প্রকাশিত ব্রিটিশ সাপ্তাহিক পত্রিকা ইকোনোমিস্ট কভার পেজসহ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *