৭ মাস ধরে যুবকের পেটেই ছিল মোবাইল ফোন!

IPL ের সকল খেলা  লাইভ দেখু'ন এই লিংকে  rtnbd.net/live

মিসরের রাজধানী কায়রোতে এক যুবকের পেটে আল্ট্রাসনোগ্রাম করে অদ্ভুত একটি জিনিস দেখতে পেয়েছেন চিকিৎসকরা। পরে হাসান নামে ২৮ বছর বয়সী ওই যুবক জানান, এটি একটি মোবাইল ফোন। গত সাত মাস ধরে মোবাইল ফোনটি ওই যুবকের পেটে ছিল।

হাসান জানান, বন্ধুদের সঙ্গে বাজি ধরে মোবাইল ফোনটি গিলে ফেলেন তিনি। তার ধারণা ছিল এটি তিনি হজম করে ফেলতে পারবেন।

মিসরের সংবাদমাধ্যম ইজিপ্ট টুডে’র প্রতিবেদনে বলা হয়, পেটে মারাত্মক ব্যথা অনুভব করলে হাসান তার ভাই আহমেদকে জানান যে, তিনি অসুস্থ বোধ করছেন। এরপর তাকে হাসপাতালে নেওয়া হয়।

দক্ষিণ কায়রোর আল ওয়াটান নামের ওই বেসরকারি হাসপাতালের চিকিৎসক ডা. মো. আল জহোর বলেন, ‘প্রথমে টিউমার মনে করে অস্ত্রোপচারের জন্য আল্ট্রাসনোগ্রাম করা হয়। কিন্তু এতে দেখা যায়, আস্ত একটি মোবাইল ফোনসেট। এরপর তাকে দ্রুত হাসপাতালের জরুরি অস্ত্রোপচার ইউনিটে স্থানান্তর করা হয়।’

আহমেদ বলেন, ‘তার ভাই হাসান মানসিক রোগে আক্রান্ত এবং দীর্ঘদিন ধরে তার চিকিৎসা চলছে।’

Check Also

এরদোগানবিরোধী প্রচারণায় ব্রিটিশ গণমাধ্যম ইকোনোমিস্ট

তুরস্কের প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচনের ১০ দিন আগে প্রকাশিত ব্রিটিশ সাপ্তাহিক পত্রিকা ইকোনোমিস্ট কভার পেজসহ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *