কৃষি বিলের প্রতিবাদে ভারতজুড়ে হরতাল অবরোধ দিল কৃষকরা

IPL ের সকল খেলা  লাইভ দেখু'ন এই লিংকে  rtnbd.net/live

কৃষি বিলের প্রতিবাদে গতকাল একাধিক কৃষক সংগঠনের ডাকা ভারতজুড়ে হরতালে উত্তপ্ত হয়ে উঠল পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ ও পশ্চিমবঙ্গসহ দেশের বিভিন্ন প্রান্ত। অল ইন্ডিয়া কিষান সংঘর্ষ কো-অর্ডিনেশন কমিটি (এআইকেএসসিসি), অল ইন্ডিয়া কিষান মহাসংঘ (এআইকেএম), ভারতীয় কিষান ইউনিয়ন (বিকেইউ)-এর ডাকা হরতালের সমর্থনে কোথাও বিক্ষোভ, প্রতিবাদ, কোথাও জাতীয় সড়ক, রেল অবরোধ করে কৃষকরা।

কয়েক দিন আগেই বর্ষাকালীন অধিবেশনেই ভারতের সংসদের দুই কক্ষে (রাজ্যসভা, লোকসভা) পাস হয় তিনটি কৃষি বিল। বিতর্কিত ওই কৃষি বিলের প্রতিবাদেই গতকাল ভারতজুড়ে হরতালের ডাক দেওয়া হয়। বিল প্রত্যাহার না করা হলে আগামী দিনে আরও বড়সড় আন্দোলনে শামিল হবে বলেও হুঁশিয়ারি দিয়ে রেখেছে কৃষক সংগঠনগুলো।

আর তাদের এই আন্দোলনকে কংগ্রেস, তৃণমূল, আরজেডির মতো রাজনৈতিক দলগুলোর পাশাপাশি সমর্থন জানিয়েছে প্রায় ১০টি কেন্দ্রীয় শ্রমিক সংগঠন। যদিও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দাবি এই বিল ‘ঐতিহাসিক’।

Check Also

এরদোগানবিরোধী প্রচারণায় ব্রিটিশ গণমাধ্যম ইকোনোমিস্ট

তুরস্কের প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচনের ১০ দিন আগে প্রকাশিত ব্রিটিশ সাপ্তাহিক পত্রিকা ইকোনোমিস্ট কভার পেজসহ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *