কলেজ না হয়ে ইডেন মহিলা মাদ্রাসা হলে শাহবাগে ব্যানার হাতে দাঁড়িয়ে যেত অন্তত ১২ জন নারীবাদী : আসিফ নজরুল

IPL ের সকল খেলা  লাইভ দেখু'ন এই লিংকে  rtnbd.net/live

সম্প্রতি ক্ষমতার প্রভাব বিস্তারকে কেন্দ্র করে আভ্যন্তরীন দ্বন্দ্বে জড়িয়ে পড়েছে ইডেন কলেজের ছাত্রলীগের নেতাকর্মীরা। ছাত্রলীগের দন্দ্বে জের ধরে বেরিয়ে আসতে থাকে নেতাদের সীট বাণিজ্যেসহ বিভিন্ন ভয়াবহ তথ্য। বাংলাদেশের প্রথম সারির এই বিদ্যা পিঠে এমন অপরাধমূলক চিত্র তৈরী হলে অন্য গুলোর কি অবস্থা বলার অপেক্ষা রাখে না।

অথচ ছাত্রলীগের শীর্ষ নেতাদের বিষয়টির সাথে সম্পৃক্ত থাকার বিষয়টিও সামনে আসে। ইডেন কলেজের অবস্থা থেকেই প্রমাণিত হয় সংগঠনটি কি ভাবে চলচ্ছে। এ বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি স্ট্যাটাস দিয়েছেন বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক ড. আসিফ নজরুল পাঠকদের জন্য সেটি তুলে ধরা হলো।

কলেজ না হয়ে ইডেন মহিলা মাদ্রাসা হলে দেখতেন এতক্ষণে দেশের সকল মহিলা মাদ্রাসা বন্ধের দাবিতে ফেসবুক কেঁপে উঠতো। শাহবাগে ব্যানার হাতে দাঁড়িয়ে যেত অন্তত ১২ জন প্রগতিশীল ও নারীবাদী।

প্রসঙ্গত, ক্ষমতার দাপটে দেখাতে নিজের দলের নেতাকর্মীদের ওপর এমন আচারন কিসের প্রমাণ মেলে প্রশ্ন ড. আসিফ নজরুলের। অথচ যদি বিরোধী দলের সাথে এমন হলে কি পরিস্থির তৈরী হতো ।

Check Also

স্কুলে ডেকে এনে প্রেমিককে জাপটে ধরে রোমান্সে মাতলেন ছাত্রী, এলাকাজুড়ে হইচই

সিনেমায় রোমান্টিক দৃশ্য হরহামেশাই দেখা যায়, যে সময় প্রেমিক প্রেমিকার মনেও রোমান্স জাগে। এটাই স্বাভাবিক। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *