৫-১০ হাজার লোকের মিছিলকে বিএনপি বলে মহাসমাবেশ : শামীম ওসমান

IPL ের সকল খেলা  লাইভ দেখু'ন এই লিংকে  rtnbd.net/live

বিএনপিকে নারায়ণগঞ্জে সমাবেশ করার চ্যালেঞ্জ দিয়ে আওয়ামী লীগ নেতা ও নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান বলেছেন, ‘আজকে দেখলাম চট্টগ্রামে বিএনপির বিভাগীয় সমাবেশ হলো। এখানে পাঁচ থেকে সাত হাজার লোক হবে। এই পাঁচ-দশ হাজার লোকের মিছিল করে বলেন মহাসমাবেশ। এটাতো আমাদের ছাত্রলীগই করতে পারে। নারায়ণগঞ্জে মহাসমাবেশ করুন আরেক দিকে ছাত্রলীগ মহাসমাবেশ করবে। দেখবো কোনটা বড় হয়।’

বুধবার বিকালে নারায়ণগঞ্জের রাইফেলস ক্লাবে শ্রমিক লীগের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। শামীম ওসমান বলেন, ‘বিএনপির মহাসমাবেশে দশ-পনেরো হাজার লোক। আমাদের মুন্নাই (শ্রমিক লীগ নেতা ও নাসিক কাউন্সিলর) তো পনেরো হাজার লোকের মিছিল আনে। এটা হল বড় হাঁকডাক। আমিতো ভেবেছিলাম কি জানি হয়ে যাবে আজ বাংলাদেশে। আজ চট্টগ্রামে বিএনপির মহাসমাবেশ ছিল। এত হাঁকডাক বিভাগীয় মহাসমাবেশ। চট্টগ্রাম তো অনেক বড় বিভাগ। এই হল তাদের অবস্থা। যারা বলেন জনগণকে নিয়ে সরকারের পরিবর্তন ঘটাবেন তারা আজ বুঝবেন সাধারণ মানুষ আপনাদের পক্ষে নেই।’

তিনি আরও বলেন, ‘ওরা বাংলাদেশে হায়েনার রূপ নিয়েছে। লাঠি রড নিয়ে এমন সব ভাষা ব্যবহার করা হচ্ছে যেগুলো রাজনীতির ভাষা হতে পারে না। ব্রিটেনের মত দেশে বিদ্যুৎ খাতে দাম বেড়ে গেছে। সেখানে আমরা এখনও ভাল আছি। জাতির পিতার কন্যা দেশ বাঁচাতে কাজ করছেন। তিনি বলেছেন বিদ্যুৎ অপচয় করবেন না। আল্লাহ শেখ হাসিনার ওপর রহমতের চাঁদর বিছিয়ে রেখেছে। আইএমএফসহ সকলে বলেছে বাংলাদেশ চায়না ও ভারতের চেয়ে ভাল থাকবে।’
শামীম ওসমান বলেন, ‘আওয়ামী লীগের সবাই ভাল আমি বলি না, সব জায়গায় ভাল খারাপ আছে। কিন্তু যখন সারা পৃথিবীতে অর্থনৈতিক সংকট তখনতো আমাদের মিছিল করার কথা না। সকলকে একসাথে কাজ করা উচিত। আমরা এ কাজটা করছি না।’ অনুষ্ঠানে নারায়ণগঞ্জ জেলা পরিষদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত চেয়ারম্যান চন্দন শীল, কেন্দ্রীয় শ্রমিক লীগ নেতা কাজিমউদ্দিন প্রধান, জেলা কমিটির সদস্য সচিব কামাল হোসেন, মহানগর সভাপতি কামরুল হাসান মুন্নাসহ জেলা ও মহানগর আওয়ামী লীগ ও শ্রমিক লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Check Also

আন্দোলন জমাতেই আগুনের কৌশল কিনা খতিয়ে দেখতে হবে: কাদের

আন্দোলন জমানোর জন্য বিএনপি আগুন দেয়ার কৌশল বেছে নিলো কি না তা খতিয়ে দেখতে হবে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *