২০১১ সালে মেসিদের ঢাকা আনতে ব্যাংক লোন নিয়েছিল বাফুফে, শোধ হয়নি এখনও

IPL ের সকল খেলা  লাইভ দেখু'ন এই লিংকে  rtnbd.net/live

২০২২ কাতার বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনা দলকে ঢাকায় আনার চেষ্টা করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। তবে জুনে মেসিদের ঢাকায় আসার মতো আলোচনা দুই ফেডারেশনের মধ্যে এখনও হয়নি বলে জানা গেছে। ওই সফর বাস্তবায়ন করতে হলে অনেকগুলো শর্তপূরণ করতে হবে। সে শর্তগুলো সহজ নয়।

আলোচনায় অগ্রগতি ছাড়াই মেসিদের সফরের খবর সংবাদ মাধ্যমে বড়সড় করে আসায় বিব্রত বাফুফের বেশ কিছু কর্মকর্তা। মেসিদের ঢাকায় আনার প্রথম শর্ত হলো অর্থের বন্দোবস্ত করা। প্রায় ১০০ কোটি টাকা বাজেটের ওই ম্যাচ আয়োজন করা কঠিন কাজ। এর আগে ২০১১ সালে বাংলাদেশ সফরে এসেছিল মেসিদের আর্জেন্টিনা।

সেই সফর নিয়ে ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ বলেছেন, কিছু শর্ত পূরণ হলেই ওই সফর সম্ভব। যা শর্তের অন্যতম হলো অর্থ। আর্জেন্টিনা ফুটবল দলকে আনতে খরচ পড়বে ৭০ কোটি টাকা। প্রতিপক্ষ দল এবং আনুষঙ্গিক মিলিয়ে আরও ৩০ কোটি। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম এখনও প্রস্তুত নয়।

তিনি আরও বলেন, সবচেয়ে বড় কথা, ২০১১ সালের সেপ্টেম্বরে মেসিদের ঢাকায় আনার পর যে আর্থিক ক্ষতিতে পড়েছে, তা এখনও বয়ে বেড়াতে হচ্ছে ফেডারেশনকে। ওই সময় আর্জেন্টিনাকে আনতে খরচ হয়েছিল ৪০ কোটি টাকা। খরচ মেটাতে আইএফআইসি ব্যাংক থেকে বাফুফে লোন নিয়েছিল ৮ কোটি টাকা; যা এখনও পরিশোধ হয়নি।

Check Also

এরদোগানবিরোধী প্রচারণায় ব্রিটিশ গণমাধ্যম ইকোনোমিস্ট

তুরস্কের প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচনের ১০ দিন আগে প্রকাশিত ব্রিটিশ সাপ্তাহিক পত্রিকা ইকোনোমিস্ট কভার পেজসহ …

17 comments

  1. ধার করে ঘী খাওয়া এই সরকারের সনাতন পদ্ধতি

  2. ঘাড়ে নেই লোম..
    পুঁথি পড়ার যম 😄

  3. বাফুফের পুটকির মধ্যে একটি লাথি মারার দরকার। মেসিদের আনতে শতকোটি খরচ না করে দেশের খেলোয়াড়দের পিছনে খরচ করলে মনে হয় তাতে অনেক লাভ হতো।

  4. জয় বাংলা হয়ে গেছে আরকি

  5. জয় বাংলা

  6. মোঃরাশেদ আহম্মেদ

    তাহলে আবার কেন চুলকানি ধরছে নিয়ে আসার জন্য

  7. আগের লোন শোধ না করে এখন আবার কার সর্বনাশ করে মেসিদের জন্য 110 কোটি টাকা খরচ করবে? বাফুফের পাগলা সভাপতি কেন এমন পাগলামি করতেছে বুঝলাম না? তাকে থামানোর মতো কেউ কি এ দেশে নাই ?

  8. শোধ দেবার জন্যতো নেইনি,নিয়েছেন বিনোদন দিতে সেটা পেয়েছেন।

  9. দেশ এখন চোর বাংলা হয়েগেছে

  10. Bapoker.mare.salam

  11. ঘটনাটি মেসিকে জানালে লোন শোধ করে দিবে !

  12. Tarikul Islam Tarek

    Kono din o sod hobo na pablic Gua maira taka Newar danda

  13. ২০০ কোটি টাকা দিয়ে বাংলাদেশের মেসিকে আনার কোন প্রয়োজন নাই এটা একটা আবেগ ছাড়া কোন কিছু না

  14. অসুবিধা কোথায় আবারও লোন নেবে?

  15. এবার তিন চারটা ব্যাংক বিক্রি করে আনুক

  16. আগের টাকাই পরিশোধ করতে পারে নাই তাহলে কোন যুক্তিতে আবার ওদের আনার চিনতা করে আর এতে লাভ কোথায় সেটাই বুজলাম না আমার চাই না আমাদের দেশের টাকা এই ভাবে নষ্ট হোক আর এই বাফুবের সভাপতির এখনই বহিষ্কার করা হোক

  17. এই আনার মধ্য বানিজ্য লুকিয়ে আছে। সিস্টেম করে পকেট ভরে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *