পোল্যান্ডে রুশ দূতাবাসের স্কুল জব্দ, রাশিয়ার কঠোর হুঁশিয়ারি  

IPL ের সকল খেলা  লাইভ দেখু'ন এই লিংকে  rtnbd.net/live

পোল্যান্ডের ওয়ারশতে অবস্থিত রুশ দূতাবাসের একটি স্কুল অবৈধভাবে দখল করা হয়েছে জানিয়ে পাল্টা জবাব হিসেবে কঠোর প্রতিক্রিয়া দেখানোর হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া। তাছাড়া, এ ঘটনাকে কূটনৈতিক সম্পর্কবিষয়ক ভিয়েনা কনভেনশনের সুস্পষ্ট লঙ্ঘন হিসেবেও অভিহিত করেছে ক্রেমলিন। এর আগে পোল্যান্ডের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম টিভিপি ইনফো শনিবার সকালে ওয়ারশর কিলিস্কা স্ট্রিটে অবস্থিত রুশ দূতাবাসের ওই স্কুলের বাইরে পুলিশের উপস্থিতির খবর জানিয়েছিল। এ বিষয়ে জানতে চাইলে পোলিশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, রুশ দূতাবাসের স্কুলটি যে ভবনে অবস্থিত, সেটি পোল্যান্ডের আওতাভুক্ত। এক বিবৃতিতে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, পোল্যান্ড কর্তৃপক্ষ হঠাৎ করেই স্কুলটি দখলের জন্য হাজির হয়। আমরা পোল্যান্ড সরকারের এমন কাণ্ডকে ১৯৬১ সালের ভিয়েনা কনভেনশের সুস্পষ্ট লঙ্ঘন ও পোল্যান্ডে রুশ দূতাবাসের সম্পত্তি জবরদখল হিসেবেই দেখছি। awesome)

Check Also

রাশিয়ার ওপর আরও নিষেধাজ্ঞা দিচ্ছে জি৭, লক্ষ্য জ্বালানি ও বাণিজ্য

রাশিয়ার ওপর বিভিন্ন সময় নিষেধাজ্ঞা আরোপ করেছে ধনী দেশগুলোর জোট জি৭, তবে দেশটি নানাভাবে তা …