সৌদির কাছে সহায়তা চাইলেন শাহরিয়ার আলম

IPL ের সকল খেলা  লাইভ দেখু'ন এই লিংকে  rtnbd.net/live

বাংলাদেশের এই চাহিদার বিষয়টি সৌদি আরবের সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের কাছে তুলে ধরার প্রতিশ্রুতি দিয়েছেন ঢাকায় দেশটির রাষ্ট্রদূত এসা ইউসুফ এসা আল দুহাইলান।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পরিপ্রেক্ষিতে সৃষ্ট সংকটময় পরিস্থিতিতে বাংলাদেশের জ্বালানি চাহিদা মেটাতে সৌদি আরবের সহায়তা চেয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

ঢাকায় সৌদি আরবের রাষ্ট্রদূত এসা ইউসুফ এসা আল দুহাইলান সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এই সহায়তা প্রত্যাশা করেন।

জবাবে রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের এই চাহিদার বিষয়টি তিনি সংশ্লিষ্ট সৌদি স্টেকহোল্ডারদের কাছে তুলে ধরবেন।
রাষ্ট্রদূত যুদ্ধবিরতি সত্ত্বেও আরব উপদ্বীপে হুতিদের দ্বারা পরিচালিত সাম্প্রতিক সন্ত্রাসী কর্মকাণ্ড সম্পর্কে মন্ত্রীকে অবহিত করেন। একইসঙ্গে তিনি সৌদি আরবকে সমর্থন এবং হুতিদের সন্ত্রাসবাদের নিন্দায় বাংলাদেশের ভূমিকার প্রশংসা করেন।

রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্ক রয়েছে। রাজনৈতিক, অর্থনৈতিক, প্রতিরক্ষা, জনশক্তি, ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রে এই সম্পর্ক দ্রুত বিকাশ লাভ করছে।

প্রতিমন্ত্রী ও সৌদি রাষ্ট্রদূত পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।
রাষ্ট্রদূত গত নভেম্বরে সৌদি উপ-স্বরাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফরের ফলোআপ সম্পর্কে প্রতিমন্ত্রীকে অবহিত করেন। তিনি ইইজেডে সম্ভাব্য সৌদি বিনিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রে সৌদি বিনিয়োগকারীদের ক্রমবর্ধমান সম্পৃক্ততার বিষয়েও সবশেষ অগ্রগতির তথ্য তুলে ধরেন।

বৈঠকে প্রতিমন্ত্রী ঐতিহ্যবাহী শ্রমবাজার এবং হজ ও ওমরার বাইরে দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধির জন্য আরও প্রচেষ্টা চালানোর প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

Check Also

বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক আত্মার: ভারতীয় হাইকমিশনার

বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক আত্মার বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা। …

6 comments

  1. সারা বিশ্বের কাছে ভিক্ষা করে আর সারা বিশ্বকে হুমকি দেয় কথা না বলার জন্য

  2. সব প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়ে,সর্বশেষ সৌদি আরবের কাছে হাত পাততে শুরু করেছে।

  3. Vot churi korte…..Sir…Amra kinto vot chura sorkar……

  4. লোটাস কামাল না বলেছিল আমরা ভিক্ষা নিব না বরং অন্য দেশকে ভিক্ষা দিব তাহলে এখন ভিক্ষা চাচ্ছে কেন

  5. চোরের দলেরা কিসের সহায়তা চাচ্ছে?

  6. Singapore হাত পাততে লজ্জা লাগে না

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *