ব্যক্তি-দলীয় স্বার্থে সংবিধানের ব্যবহার শুভ হয় না: রাষ্ট্রপতি

IPL ের সকল খেলা  লাইভ দেখু'ন এই লিংকে  rtnbd.net/live

সংবিধানবিরোধী যেকোনো অপতৎপরতা ও স্বাধীনতাবিরোধী চক্রান্ত রুখে দিতে জনগণকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

শনিবার (১৭ ডিসেম্বর) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।বাংলাদেশের সংবিধান কার্যকরের সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ সুপ্রিম কোর্ট।

রাষ্ট্রপতি বলেন, সংবিধানবিরোধী যেকোনো অপতৎপরতা এবং মুক্তিযুদ্ধ ও স্বাধীনতাবিরোধী চক্রান্ত রুখে দিতে জনগণকে সজাগ থাকতে হবে। ব্যক্তি, গোষ্ঠী ও দলীয় স্বার্থে সংবিধানের ব্যবহার কখনো শুভ হতে পারে না।
দলমত নির্বিশেষে সবাইকে সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল হয়ে দেশে গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা রাখার তাগিদ দেন তিনি।

সংবিধানের পবিত্রতা ও মর্যাদা অক্ষুণ্ন রাখতে নির্বাহী, আইন ও বিচার বিভাগকে সম্মিলিতভাবে কাজ করার প্রতি গুরুত্বারোপ করেন রাষ্ট্রপ্রধান।

বিচার বিভাগ ও আইনজীবীদের এক্ষেত্রে অগ্রণী ভুমিকা রাখতে বলেন তিনি। গণতন্ত্রের চর্চা ও মূল্যবোধের বিকাশ যত বাড়বে, সংবিধানের কার্যকারিতা এবং মর্যাদাও তত বেশি বাড়বে বলে মনে করেন রাষ্ট্রপতি।আবদুল হামিদ বলেন, বাংলাদেশ সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠালগ্ন থেকেই মানবাধিকার রক্ষা, ন্যায়বিচার নিশ্চিতের পাশাপাশি শান্তি ও সঙ্কটে সংবিধানের অভিভাবক ও রক্ষক হিসেবে মর্যাদাপূর্ণ ভূমিকা পালন করছে।

দেশ, জনগণ ও সংবিধানের প্রতি দায়বদ্ধ থেকে বিচারকরা তাদের মেধা ও মনন প্রয়োগের মাধ্যমে আইনের শাসন ও ন্যায়বিচার নিশ্চিত করবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে রাষ্ট্রপতি বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রকাশনা স্মারক ‘ফিফটি ইয়ার্স (১৯৭২-২০২২) লিটারেচার অ্যান্ড লিগেসি অব সুপ্রিম কোর্ট অব বাংলাদেশ’-এর মোড়ক উন্মোচন করেন।

এতে অন্যদের মধ্যে বক্তব্য দেন- প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, শ্রীলঙ্কার প্রধান বিচারপতি জয়ন্ত জয়সুরিয়া, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক, বাংলাদেশের সাবেক প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন, অ্যাটর্নি জেনারেল আবু মোহাম্মদ আমিন উদ্দিন, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট মমতাজ উদ্দিন ফকির ও আপিল বিভাগের বিচারপতি বীর মুক্তিযোদ্ধা মো. নুরুজ্জামান।

Check Also

বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক আত্মার: ভারতীয় হাইকমিশনার

বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক আত্মার বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা। …

36 comments

  1. O😲

  2. Lion Alamgir Kabir Bitu

    একেবারেই খাঁটি কথা স্যার।

  3. Md Shajahan Chowdhury

    আপনারাতো নিজেদের স্বার্থে সংবিধানকে ব্যবহার করে জাতির বাক- স্বাধীনতা হরণ করে চলেছেন? মিঃ প্রেসিডেন্ট!

  4. কথা সত্য মতলব খারাপ

  5. স‍্যার আপনি সত্যি কথা বল্লেন কেন এবার তো আপনার চাকুরী ক্ষমতা সবই হারিয়ে ফেলবেন। এখন সত‍্যের ভাত নাই।

  6. সংবিধান নাই তো

  7. সবই জানি

  8. শুভ বুদ্ধির উদয়।

  9. আপনি অভিনয় তো অনেক করলেন আর কত????

  10. বাংলাদেশের সংবিধান হচ্ছে সরকার।যখন যে সরকার ক্ষমতাই আসে তারা নিজেদের মতো করে সংবিধান তৈরি করে।বিচারকরাও তা মানতে বাধ্য হয়।

  11. আওয়ামী লীগ বলে একটা, আর করে আরেকটা

  12. দেশের মানুষ ঠিক মত চিকিৎসা পায় না। আর কিছু রাষ্ট্র প্রধান আছে যার পাদ আসলে ও বিদেশে যায় চিকিৎসার জন্য। কাল রোজ হাসরে কি জবাব দিবে। সেখানে তো জোর করে জান্নাত প্রধান হওয়া যাবে না।

  13. পুতুল দেখি কথা কইছে

  14. Jodi aponar doler Lokera buje thake

  15. আল্লাহর কাছে এক দিন ঠিক হিসাব দিতে হবে তখন আর রাষ্ট্র পতি হতে পারবেন না সবাইকে হিসাব দিতে হবে দুনিয়ায় সেনা বাহিনী পুলিশ সব কিছু পাশে থাকে তখন আর কেউ থাকবে না তখন মনে করবে পাপ কাকে বলে

  16. ভালা মানুষ 🤣🤣🤣🤣

  17. বিচার ব্যবস্থা কেন ধ্বংস করলে

  18. তা কি করা।সঠিকভাবে সংবিধান ব্যবহার হচ্চে না আপনার মতে।তাই তো।

  19. আওয়ামীলীগ তো নিজ স্বার্থে সংবিধান কে ব্যবহার করছে

  20. কথা সঠিক আছে

  21. মাফিয়া হাসিনারে বুজাও

  22. Shob rajnoithik dol nia shongbidan korley ata ke boley shongbidan. Ar ak dolio shongbidan korley ata ke boley shoitan bidan. Judi shoitan bidan dia manush ke bichar o jolum korey . Thadeer ke boley mafia bahinir dol. Ar a mafia bahinir dol jonogon kollaney kaj kortey parena. Erm bichar jonogon e korbey.

  23. Md Abdul Latif Miah

    এ ভূখন্ডে স্বাধীনতা বিরোধী কারা? বোধগম্য নয়। কেন সস্তা বুলি

  24. Ara halo monapek.kotha kaja mel nai.

  25. Hodi bastid. Char koni gum. Kari. Baba

  26. Emdadul Hoque Masum

    আওয়ামীলীগ তো নিজ স্বার্থে সংবিধান কে ব্যবহার করছে

  27. আমাদের দেশের প্রেসিডেন্ট কি কাজে লাগে?

  28. স্ব‌-ইচ্ছাই অথবা বাধ্য হয়ে, যা কিছু হচ্ছে সব‌ই আপনার সিগ্নেচারে হচ্ছে । একথা অস্বীকার করতে পারবেন না ।

  29. আওয়ামিলীগ কার স্বাথে সংবিধান থেকে কেয়ারটেকার সরকার বাতিল করেছে। জাতীয় আপনার কাছে জানতে চাই।

  30. সবাই সংবিধান কে যার যার সুবিধা মতো কাটছাট করেছে,এখন এসব কথা বলে লাভ কি?

  31. এ অশুভ কাজটা কারা করছে একটু খতিয়ে দেখেন। ওপর দিকে থুথু ফেললে নাকি নিজের ওপর পরে।

  32. এখন ব্যক্তি আর দলের সার্থেই সংবিধান নিজের পছন্দ মতোকরে।

  33. মোঃ আজহারুল ইসলাম

    আল্লাহ নিচই মিথ্যা বাদীর দল কে ধংশো করে দিবে ইনশাআল্লাহ

  34. ঠিক ঠিক ঠিক একশো তে একশো ঠিক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *