রাজনীতি নিয়ে পুলিশের মাথাব্যথা নেই: ডিএমপি কমিশনার

IPL ের সকল খেলা  লাইভ দেখু'ন এই লিংকে  rtnbd.net/live

ঢাকা মেট্রোপলিটন পুলিশের নবনিযুক্ত কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেছেন, রাজনীতি নিয়ে পুলিশের কোনো মাথাব্যথা নেই।

দায়িত্ব নেওয়ার ২ দিন পর আজ সোমবার ডিএমপি মিডিয়া সেন্টারে প্রথম সংবাস সম্মেলনে তিনি বলেন, ‘রাজনৈতিক দলগুলো রাজনীতি করবে, সেখানে পুলিশের কোনো ভূমিকা নেই। এটা (রাজনীতি) নিয়ে আমাদের কোনো মাথাব্যথা নেই।’
নিষিদ্ধ দলগুলো ছাড়া সব রাজনৈতিক দল রাজনৈতিক সমাবেশ ও মিছিল করতে পারবে জানিয়ে তিনি আরও বলেন, ‘আমাদের কাজ আইন-শৃঙ্খলা রক্ষা এবং অপরাধ নিয়ন্ত্রণ করা।’

তিনি আরও বলেন, রাজনৈতিক দলগুলো গাড়িতে অগ্নিসংযোগ বা ভাঙচুরসহ ফৌজদারি অপরাধে লিপ্ত না হওয়া পর্যন্ত পুলিশ তাদের সহায়তা করবে।তিনি সতর্ক করে বলেন, ‘ফৌজদারি অপরাধের সঙ্গে জড়িতদের আমরা শক্ত হাতে মোকাবিলা করব।’

Check Also

বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক আত্মার: ভারতীয় হাইকমিশনার

বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক আত্মার বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা। …

30 comments

  1. Mohammad Abdul Awal

    মাথা ব্যথাতো পুলিশেরই বেশী।

  2. এই রকম কথা বলবেন না মানুষ হাসবে।

  3. Md Latifullah Zafru

    হুদাই মিছা কথা !

  4. Md Johirulislam Islam

    আপনাদের মুখের কথা আর কচু পাতার পানি সমান

  5. যত মাথাব্যথা বিএনপি নিয়ে

  6. হাস‍্যকর কথা

  7. Mufti Mofassir Hossain

    হৈচা কথা

  8. ও আল্লাহ এইটা কি বলে?

  9. তাইলে মিছিলে সমাবেশে বাধা দেন কেনো। নিরপেক্ষ থাকেন আপনাদের পালা হইছে ঠাকুর ঘরে কে আমি কলা খাইনি। এখনো সময় আছে নিরপেক্ষ থাকেন হাসিনার কথা আর অন‍্যায় করবেন না।

  10. তা হলে বিএনপির উপর এত জুলুম কেন

  11. নাউজুবিল্লাহ 🤣🤣

  12. কথাটি সত্যি নয়।

  13. মানতে পারলাম না

  14. পুলিশ আওয়ামীলিগ করে সরাসরি .

  15. সেইটা তো সবাই নিজে চোখে দেখতেছে

  16. Mostakim Sarker Raju

    কমেন্ট পড়ে আমি বেহুশ

  17. তাহলে বিএনপি নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা কেন। পুলিশ হচ্ছে রাষ্ট্রের সংবিধানের বিধান অনুসারে রাষ্ট্রের কর্মচারী, তাদেরকে কোন নির্দিষ্ট দলের জন্য নিয়োগ দেওয়া হয়নি, তারা রাষ্ট্রের সাধারণ জনগণের জন্য কাজ করবে।

  18. SJ Salman Hossain Rubel

    জাতি সব বোঝে।

  19. মন্তব্যটা কি মুখের কথা নাকি অন্তরের কথা জাতির সামনে তা পরিষ্কার করুন মনে রাখবেন আপনারা প্রজাতন্ত্রের কর্মচারী কারো আনুকূল্য নয়।

  20. রাজনীতি নিয়ে পুলিশের মাথা ব্যথা না থাকলে একজন নিরপরাধ মানুষ মির্জা ফখরুল ইসলাম স্যার কে রাতের অন্ধকারে কেন গ্রেফতার করা হইল কেন বিএনপির নেতা কর্মীদের বিরুদ্ধে গায়েবি মামলা দেওয়া হইল

  21. বৃক্ষের পরিচয় ফলে

  22. জাতি সব বোঝে

  23. এ যে দেখি শিয়ালের মুখে কোকিলের ডাক🐕‍🦺)

  24. এদের কমান করতেও গৃনা হয়

  25. কেমনে বুঝবো? প্রমাণ করেন?

  26. Mamo socca vaba neropakkha daetta palon koran.allahor kaca valo paban.

  27. মাথাব্যথা কেন থাকবে এটা নিয়ে তো আপনারা বিন্দাস আছেন।

  28. একচিমটি ভালবাসা একচিমটি ভালবাসা

    হাসি পেলাম

  29. আপনারা কি পুলিশ?? ফুলিশ???

  30. ডিজিটাল ভোট চোর

    তাহলে পুলিশ জনগণের উপর গুলি কেন করে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *