প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে ৭ দফা দাবি জানাল হেফাজতে ইসলাম

IPL ের সকল খেলা  লাইভ দেখু'ন এই লিংকে  rtnbd.net/live

হেফাজতে ইসলামের একটি প্রতিনিধিদল শনিবার গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেছেন। এ সময় তাঁরা সংগঠনটির গ্রেপ্তার নেতা-কর্মীদের মুক্তি, মামলা প্রত্যাহারসহ সাত দফা দাবি জানানণ

হেফাজতের সিনিয়র নায়েবে আমির ও হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক মুহাম্মদ ইয়াহইয়া ও মহাসচিব মাওলানা সাজিদুর রহমানের নেতৃত্বে প্রতিনিধিদলের ১১ সদস্য বৈঠকে উপস্থিত ছিলেন। বিকেল ৪টা ১০ মিনিট থেকে ৫টা ১৫ মিনিট পর্যন্ত বৈঠকটি চলে।

হেফাজতের সাংগঠনিক সম্পাদক মাওলানা মীর ইদ্রিস রাতে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘আমরা মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে হেফাজতে ইসলামের গ্রেপ্তার নেতা-কর্মীদের মুক্তি, মামলা প্রত্যাহারসহ সাত দফা দাবি দিয়েছি। তিনি আমাদের দাবিগুলো শুনেছেন। তিনি নেতা–কর্মীদের মুক্তির বিষয়ে বৈঠকে উপস্থিত স্বরাষ্ট্রমন্ত্রীসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। একই সঙ্গে অন্য দাবিগুলোর বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের জানাবেন বলে জানিয়েছেন।’

মীর ইদ্রিস জানান, হেফাজতের সাত দফা দাবি হলো অবিলম্বে হেফাজতের নেতা–কর্মী ও আলেম-ওলামাদের মুক্তি দিতে হবে; হেফাজতের নেতা কর্মীদের নামে দায়ের করা সব মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে; ইসলাম ও মহানবী (সা.) সম্পর্কে কটূক্তিকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তির বিধান রেখে জাতীয় সংসদে আইন পাস করতে হবে; কাদিয়ানি সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতে হবে; শিক্ষা কারিকুলামে ধর্মশিক্ষার পরীক্ষা বাধ্যতামূলক করতে হবে; জাতীয় শিক্ষা কমিশনে হাইয়াতুল উলইয়ার প্রতিনিধি থাকা বাধ্যতামূলক করতে হবে এবং বিশ্ব ইজতেমায় বিতর্কিত মাওলানা সাদকে আসার অনুমতি দেওয়া যাবে না।

Check Also

বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক আত্মার: ভারতীয় হাইকমিশনার

বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক আত্মার বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা। …

4 comments

  1. দুজনকেই আল্লাহর কাছে জবাব দিতে হবে

  2. এখন যদি হেফাজত নেতারা মুক্তি পেয়ে যান তাহলে প্রমাণিত হবে যে , প্রধানমন্ত্রীর ইচ্ছাই সব দেশে আইনের শাসন বলে কিছু নেই।

  3. মাএ সাত দফা উনিতো কাওমি জননী যত দফা দিবেন তত দফা মেনে নিবে

  4. এগুলো সরকারের সাজানো নাটক এই নাটকে কেউ পা দেবেন না কারণ সরকার চাইতেছে ইসলামিক দলগুলো যেন আন্দোলন করে তাহলে সরকার সারা বিশ্বকে বুঝাইতে পারবে বাংলাদেশ ইসলামিক জঙ্গি সংগঠনের দেশ সেই সুযোগ নিয়ে তারা আবারও ক্ষমতায় বসতে চাইবে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *