‘উন্নত বিশ্বের মানুষ মাংসের পরিবর্তে কাঁঠাল খায়’

IPL ের সকল খেলা  লাইভ দেখু'ন এই লিংকে  rtnbd.net/live

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আগে কৃষি ছিল আমাদের খেয়েপরে বাঁচার অন্যতম অবলম্বন। কিন্তু এখন সেখানে সীমাবদ্ধ নেই। কৃষিপণ্য এখন রফতানি হয়, সেই রফতানি বাড়াতে ও কৃষিপণ্যের বাণিজ্যিক ব্যবহার বাড়াতে উদ্যোগ নিতে হবে। কৃষি জমি নষ্ট করে শিল্প স্থাপন করলে সরকার থেকে কোনো সুবিধা দেওয়া হবে না।

বারোমাসি কাঁঠালের জিনোম সিকোয়েন্স উদ্ভাবনের জন্য ধন্যবাদ জানিয়ে শেখ হাসিনা বলেন, এখন উন্নত বিশ্বের মানুষ মাংস খেতে চায় না, তারা কাঁঠাল খায়। কাঁচা কাঁঠালের বার্গার ও কাবাব হয়। কাঁচা কাঁঠালের বার্গার মাংসের বার্গার বা রোলের চেয়ে দাম বেশি। এই ফলটির কিছু ফেলনা না, সবকিছুই কাজে লাগানো যায়।

সোমবার (১৯ ডিসেম্বর) বিকেলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের ২৫ বছরপূর্তি অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।

কৃষিপণ্যের বাণিজ্যিক ব্যবহার আরও বাড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একইসঙ্গে কৃষি নিয়ে গবেষণায়ও গুরুত্ব দিতে বলেছেন তিনি।

তিনি বলেন, পেঁয়াজ নিয়ে দুর্ভোগ পোহাতে হতো। এখন বীজ উদ্ভাবনের ফলে বছরে দুইবার উৎপাদন করতে পারি। পেঁয়াজ সংরক্ষণেও উদ্যোগ নিতে হবে। পেঁয়াজ-রসুন শুকিয়ে ও গুঁড়ো করে সংরক্ষণ করা যায়।

তিনি বলেন, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গবেষণাকে গুরুত্ব দিতে হবে। যারা এ বিষয়ে উচ্চশিক্ষা নিতে বাইরে যান তাদের আমরা অর্থসহায়তা দিই। মন্ত্রণালয় থেকেও গবেষণার জন্য সহায়তা দেওয়া হয়।

এসময় বিশ্বমন্দায় যেন দেশে খাদ্য সংকট না হয়, সেজন্য সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে বলে জানান প্রধানমন্ত্রী।

Check Also

বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক আত্মার: ভারতীয় হাইকমিশনার

বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক আত্মার বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা। …

34 comments

  1. আমরা কাঠাল ফেলে দেই

  2. হা হা হা

  3. শুরু হলো

  4. এক সময় বাংলাদেশের মানুষ আমি নিজে সহ কচু ঘন্টো খেয়েছি ন শখ করে নয়

  5. কয়দিন পর বাংলাদেশের মানুষ মানচিত্র খাওয়ার জন্য মিছিল করবে

  6. কয়দিন পর আমরা ভাতের বদলে মাটি খেয়ে থাকবো টেনশন নিয়েন না তবুও আপনি নিতি বাক্যবলা ভুলিয়েন না, ❌❌

  7. লা হাওলা ওলা কুয়্য়াতা ইল্লা বিল্লাহ ।

  8. আমি কি দেখেছি মধুর হাসি সোনার বাংলা
    বাকিটা আর মনে নাইকা

  9. পিয়াজ ছাড়া রান্না করা যায়

  10. ভোরের ফুল

    Darun r koto ki aponar dolpole mangso khaoya bad dile aktu goribra khaite partho

  11. Mohammad Main Uddin Hasan

    Pabna

  12. আপা তাইলে আমাদেরকে বরোমায়া কাঠাল উপহার দেন।

  13. মাথা কি ঠিক আছে?

  14. Emdadul Hoque Masum

    মাথা কি ঠিক আছে?

  15. আপনাদের পাতে মাংশ,,,
    আর উন্নত ডিজিটাল জনগনের পাতে মাংসের বদলে কাটাল দিবেন,??
    আপনার দলের মন্ত্রী মিনিস্টারদের পার্লামেন্টে কাঠালের বারগার খাইয়ে দেখান এর পর রেসেপিটা জনগনকে খাওয়ান।

  16. কথা শুনলে হাসি পায় হায়রে মানুষ মাংস খাওয়া বন্ধ করে দিতে হবে এখন আমরা নাকি কাঁঠাল খাব

  17. সেফুদার ভাষার, ওর কোন আত্মিয় সজন নাই ওরে জোলদি হসপিটালে ভর্তি করে দেয়না কেন।

  18. সারা বছর পাওয়া যাবে তো ?

  19. এই মহিলা এমন পচা পচে গেছে,এখন দূর্গন্ধ ছড়াইতেছে। যতো তারাতারি সম্ভব মাটি চাপা দেওয়া উচিৎ।

  20. জাতে মাতাল, তালে ঠিক

  21. ইতিহাস হয়ে থাকবে

  22. আফ্রিকার অনেক মানুষ কাঠাল কি জিনিশ তা জানেনা

  23. Are you in sense?

  24. মো জুনায়েদ হাওলাদার

    পাবনা সিট খালি

  25. Md. Ataur Rahman Sany

    ভারত থেকে উচ্চমুল্য কাঠাল আনার দাবি জানাচ্ছি

  26. এগুলো কনো কথা হলো।

  27. কাঁঠাল কি সব সময় পাওয়া যায়।

  28. নিশ্চয়ই উন্নত বিশ্বের মধ‍্যে উন্নত দেশের PM আপনি আর BD এর জাতীয় ফলটিও কাঁঠাল সবকিছু একবারে মিলে গেল।

  29. জনগণকে পরামর্শ না দিয়ে নিজ পরিবার পরিজনদের দেন।

  30. জাতে মাতাল তালে ঠিক বুবু

  31. আরো কতো কিছু শুনবো

  32. আগে জানতাম নাত,

  33. আপনি, শুরু করেছেন তো?

  34. Amar mone Hoi pabna te jawer shomoy hoye gase beshe din Baki nei…
    Deshe r Tu lal bati jole gase

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *